রাকসু নির্বাচন

বিকেলে বিশৃঙ্খলার আশঙ্কায় সকালেই মেয়েদের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ২৭

বেলা সাড়ে এগারোটার দিকে মেয়েদের ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখায় যায়। অপরদিকে ছেলেদের কেন্দ্রগুলোতে এক দুইজন করে এসে ভোট দিয়ে চলে যেতে দেখা যায়। এ বিষয়ে নারী ভোটাররা আমার দেশকে জানান, বিকেলে বা দুপুরের পর বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে মূলত আমরা সকালে সবাই ভোট দিতে চলে আসছি। বৃহস্পতিবার মুন্নুজান হলের ভোট কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় নির্বাচনে দুপুরের পরই বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। অপরদিকে ডাকসু ও জাকসু নির্বাচনেও দুপুরের পর বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে নির্বাচন বয়কট ও বিশৃঙ্খলার অভিযোগ হয়েছে। এসব কারণেই নারী ভোটাররা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন।

এ বিষয়ে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খুরশিদ জাহান মুন্নী আমার দেশকে বলেন, জীবনে প্রথম ভোট দিচ্ছি। মনের উচ্ছ্বাস আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিনিধি নির্বাচন হচ্ছে। আমরা যদি যোগ্য প্রর্থী নির্বাচিত করতে পারি তাহলেই আমাদের সফলতা। আর যদি অযোগ্য কেউ নির্বাচিত হয় আমাদের প্রতিনিধি হিসেবে, তাহলে বলব এটা আমাদের শিক্ষার্থীদের সামগ্রিক ব্যর্থতা। আমরা আশা করছি যারাই নির্বাচিত হোক, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। মেয়েদের কেন্দ্রে দীর্ঘ ভোটার লাইনের বিষয়ে তিনি বলেন, বিকালের দিকে বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই মূলত মেয়েরা সকালে ভোট দিতে আসছে।

আইবিএর মাস্টার্সের শিক্ষার্থী নুসরাত জাহান আমার দেশকে বলেন, আমার কাছে অনুভূতিটা খুবই ভালো। ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে , যারাই ভোটে নির্বাচিত হোক না কেন ইশতেহারগুলো যেন পূরণ করে। তাদের নিজেদের দেওয়া প্রশ্রুতি যেন পালন করে।

মেয়েদের দীর্ঘ লাইনের বিষয়ে বলেন, দুপুরের বিভিন্ন নির্বাচনে দুপুরের পর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ফলে স্বাভাবিকভাবে ভোট দেওয়া যায় না। এই কারণেই মেয়েরা সকালে ভোট দেওয়াকে নিরাপদ ভাবছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত