আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘মুন্সী মেহেরুল্লাহ ক্ষণজন্মা মহাপুরুষ’

আহসান কবীর, যশোর

‘মুন্সী মেহেরুল্লাহ ক্ষণজন্মা মহাপুরুষ’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ বলেছেন, মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ।

তিনি বলেন, ব্রিটিশরা শোষণ, ব্যবসা করতে এলেও তারা ভারতের মানুষকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করার জন্যও মিশনারিদের ব্যবহার করতেন। মুন্সী মেহেরুল্লাহ ও তার সঙ্গীরা এই অপচেষ্টা রুখে দেন। পাদ্রিদের সঙ্গে ব্রিটিশ শাসনামলে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া কম কথা নয়।

বিজ্ঞাপন

মুন্সী মেহেরুল্লাহ ব্রিটিশ উপনিবেশবিরোধী এক কর্মময় যোদ্ধা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে যবিপ্রবি ভিসি আরো বলেন, মুসলিমদের সামনে বিপদ হলো নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে বিভ্রান্ত করা, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে কক্ষচ্যুত করা। এসব ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। মুন্সী মেহেরুল্লাহ হতে পারেন সেই ক্ষেত্রে পথিকৃৎ।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন মুন্সী মেহেরুল্লাহর প্রপৌত্র কর্নেল (অব.) মেহের মহব্বত হোসেন। তিনি মুন্সী মেহেরুল্লাহর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আমার দেশের সিনিয়র রিপোর্টার আহসান কবীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ ছিলেন একজন ইসলামী পন্ডিত, কবি এবং সমাজ সংস্কারক। তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইসলামের প্রচারের জন্য পরিচিত। তাকে ১৮৯৮ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন