আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউজিসির সদস্য মনোনীত হয়েছেন বেরোবি উপাচার্য

প্রতিনিধি, বেরোবি

ইউজিসির সদস্য মনোনীত হয়েছেন বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩) এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী, কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে চলতি বছরের ৫ অক্টোবর হতে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর বেরোবিতে উপাচার্য হিসেবে যোগদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন