ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে গতকালের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
শনিবার এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তারা বলেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার ভঙ্গুরতা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতাকেই আবারও স্পষ্ট করে দিয়েছে। ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসার ব্যবস্থা করতে এবং চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহনের আহ্বান জানান তারা।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, অধিকাংশ হল অত্যন্ত পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে থাকে। তাই ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ সব আবাসিক হল ভেঙে আধুনিক, ভূমিকম্প-সহনশীল নতুন ভবন নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণার দাবি জানায় সংগঠনটি।
নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই অস্থায়ী নিরাপদ আবাসনের ব্যবস্থা করার কথাও জানায় তারা।
বিবৃতিতে আরো বলা হয়, ভূমিকম্পের পর শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় বিক্ষোভ করেছে, যা তাদের ন্যায্য উদ্বেগের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভ প্রশমনে এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায় সাদা দল।
সংগঠনটির জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব; এ দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

