জাতীয় জাদুঘরে চলছে ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১: ৫২

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী। গত শনিবার উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর দ্বিতীয় দিনে রোববার নানা শ্রেণি-পেশার দর্শকদের উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত প্রদর্শনীতে স্থান পাওয়া বহু ক্যালিগ্রাফি ও গ্রাফিতিতে ৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকছে।

এর আগে শনিবার এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের অন্ধকার দুঃশাসনে বন্দি ছিলাম। ছাত্র জনতার বিপ্লবে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট নতুন করে স্বাধীনতা লাভ করেছি।

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত