জবি সংবাদদাতা
কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট অংশের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় অবশিষ্ট ১১.৪০ একর জমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে। জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব মোঃ আঃ হালিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আনুষ্ঠানিকভাবে অবশিষ্ট জমির দখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরাও।
প্রসঙ্গত, ২০১৭ সালের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ২০০ একর জমি অনুমোদিত হয়। এর অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৮৮.৬০ একর জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। তবে অবশিষ্ট ১১.৪০ একর জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।
আজকের জমি হস্তান্তরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ ২০০ একর জমির দখল বুঝে পেল। এতে করে বহু প্রতীক্ষিত দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন ও নির্মাণকাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট অংশের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় অবশিষ্ট ১১.৪০ একর জমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে। জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব মোঃ আঃ হালিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আনুষ্ঠানিকভাবে অবশিষ্ট জমির দখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরাও।
প্রসঙ্গত, ২০১৭ সালের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ২০০ একর জমি অনুমোদিত হয়। এর অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৮৮.৬০ একর জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। তবে অবশিষ্ট ১১.৪০ একর জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।
আজকের জমি হস্তান্তরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ ২০০ একর জমির দখল বুঝে পেল। এতে করে বহু প্রতীক্ষিত দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন ও নির্মাণকাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
১ ঘণ্টা আগে