আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকসু ভবনে ভাতের হোটেলের ব্যানার

আমান উল্লাহ, বাকৃবি
বাকসু ভবনে ভাতের হোটেলের ব্যানার

দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ঝুলছে ব্যতিক্রমী এক ব্যানার- ‘সেন্ট্রাল ভাতের হোটেল’। বছরের পর বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া ও গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাকসু ভবনে কয়েকজন শিক্ষার্থী ব্যানারটি ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, ১৯৯৮ সালের পর থেকে বাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো তুলে ধরার গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত। ছাত্র সংসদ না থাকায় আবাসন সংকট, ডাইনিংয়ের মানোন্নয়ন, শিক্ষাব্যয় নিয়ন্ত্রণ, সংস্কৃতি চর্চা ও উপবৃত্তি বৃদ্ধির মতো মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত প্রশাসনের কাছে পৌঁছায় না। অথচ প্রতি বছরই শিক্ষার্থীদের কাছ থেকে সংসদ ফি নেওয়া হয়।

বিজ্ঞাপন

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, আমরা ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানার লাগিয়েছি প্রতীকী প্রতিবাদ হিসেবে। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার, কিন্তু আমরা ২৭ বছর ধরে সেই অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই, ছাত্র সংসদের মাধ্যমে আমাদের কণ্ঠ ফের উঁচু হোক।

তিনি আরো বলেন, ১৯৯৮ সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে কিন্তু কেউ বাকসু নির্বাচন দেয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে। এর আগে গত ১৯ অক্টোবর বাকসু নির্বাচনের

দাবি ও ছয় দফা প্রস্তাব নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। তাদের দাবিতে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গত ২৬ আগস্ট ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিতে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ নয় দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, রিফর্ম বাউ, ফর স্টুডেন্টস, ফর ফিউচার’ এই স্লোগানে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও সংস্কার বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাব।

এ প্রসঙ্গে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের প্রস্তাবনার অনেকগুলো আমরা ইতোমধ্যে আংশিকভাবে বাস্তবায়ন করেছি বা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কর্তৃপক্ষ এবং আমরা এগুলো দেখব কোনটা, কীভাবে, কী করা যায় আমরা চেষ্টা করব। উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষিশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ১৯৯৮ সালের পর থেকে অকার্যকর অবস্থায় রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন