জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিভিন্ন পদে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষুব্ধ প্রার্থীরা তালিকা প্রকাশের তারিখ থেকে এক দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতির নিকট আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের এই নির্দেশনায় আপিলের সময়সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
বর্তমান কাঠামো অনুযায়ী জকসুর মোট পদ ২১টি। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক (ভিপি, জিএস, এজিএস) ছাড়াও ১১টি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য হিসেবে ৭টি পদ রয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১১ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন।
এ ছাড়া সম্পাদকীয় এবং অন্যান্য পদে মনোনয়ন নিয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৬ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৫ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ১০ জন এবং নির্বাহী সদস্য পদে ২৮ জন।

