চাকসু নির্বাচনে অপ্রাসঙ্গিক ছাত্রলীগ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১০

৩৬ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে গেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। অথচ ২৪ এর জুলাই বিপ্লবের আগে পুরো ক্যাম্পাসটায় দখলে ছিল ছাত্রলীগ ক্যাডারদের। কথিত ছিল ছাত্রলীগের কথা ছাড়া গাছের পাতাও নড়ে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অবস্থা দেখে মনে হতো সবখানেই ছাত্রলীগের জয়জয়কার। কিন্তু এক বছরের মাথায় পাল্টে গেছে দৃশ্যপট।

শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভোট উৎসবে নিষিদ্ধ সংগঠনটি নিয়ে কারো কোন মাথা ব্যাথাই নেই। জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীরাও উৎসবমুখর নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। তবে ছাত্রলীগের পোস্টধারে হাতে গোনা নেতাকর্মীদের ক্যাম্পাসে দেখা যায় নি।

বিজ্ঞাপন

বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ভোট দিতে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী তাসলিমা জান্নাত জানান, আওয়ামী লীগের আমলে এক রকম জিম্মি ছিল শিক্ষার্থীরা। অস্ত্রের মুখে কর্মসূচিতে নিয়ে যেত ছাত্রলীগের ক্যাডাররা। জুলাই বিপ্লবের পর তাদের পতন ঘটায় শিক্ষার্থীরা একরমকম মুক্তি পেয়েছে। তাই এত বড় আয়োজনে কেউ ছাত্রলীগকে মিস করছে না।

সমাজবিজ্ঞান অনুষদ ভোট কেন্দ্রে ভোট দিতে আসা শিক্ষার্থী মিল্টন রহমান জানান, ছাত্রলীগের সাধারণ ভোটাররাও গত এক বছরের পরিবেশের সঙ্গে আগের সময়ের তুলনা করছেন। আগের তুলনায় এখনকার পরিবেশ ভালো হওয়ায় তারাও বিকল্প প্রার্থী বেছে নিয়েছে। ফলে দিনভর সত:স্ফুর্ত ভোটগ্রহণ দৃশ্যমান ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত