কেন ভ্রমণে যাবে

শাহীন পরদেশী
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৩

একটুও ভালো লাগছে না। একঘেয়েমি থেকে উঠব কেমন করে? পড়াশোনাতেও মন বসছে না। মন শুধু ছটফট করছে। বসে থাকতেও ভালো লাগছে না। একটুও না। সময়ই কাটতে চাইছে না। তবু ফোনে আসক্ত হব না এটা আমার প্রতিজ্ঞা। সময় কাটানো আর মন ভালো করার বিকল্প পদ্ধতি ভ্রমণে যাওয়া।

দূরে কোথাও যাব। টাকার সমস্যা রয়েছে। তাই কাছাকাছি থাকা কোনো একটি জায়গা বেছে নিতে হবে। ছোটখাটো ভ্রমণ হলেও হবে। শিক্ষাসফর তো আছেই। মন ভালো করার জন্য ভ্রমণ প্রয়োজন।

বিজ্ঞাপন

আব্বুর সঙ্গে নয়তো আম্মুর সঙ্গে। একটি দর্শনীয় জায়গায় যেতে হবে। শিমুল তুলার মতো মনে হবে নিজেকে। ঘুরব আর ঘুরব। ঘুরে ঘুরে দেখব। ইতিহাস জানতে পারব।

ওই যে শিমুল তুলার কথা বললাম। ঠিক নিজেকে শিমুল তুলা মনে করতে হবে। শিমুল তুলা যেমন বাতাসের সঙ্গে উড়ে উড়ে এই গাঁ থেকে ওই গাঁয়ে যায়। এ রকম নিজেকে ভ্রমণের আনন্দে ভাসিয়ে দিতে হবে। ফ্রেশ করতে হবে। আব্বু-আম্মুর হাত ধরে নাচতে নাচতে ফ্রেশ হয়ে যাবে মন। কল্পনার জগতে প্রবেশ করতে পারবে। শুধু স্বপ্ন আর স্বপ্ন।

আমার জীবন থেমে নেই। আমি কেন থেমে। ভাবতে ভাবতে তুমিও হবে কবি আল মাহমুদ। ছোটখাটো স্বপ্ন দেখতে নেই। কবি আল মাহমুদের মতো আকাশ সমান স্বপ্ন দেখতে হবে। আর মনে মনে প্রতিজ্ঞা করবে আমি একদিন আকাশ ছুঁয়ে দেব। সামনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে।

আমি ভ্রমণে কী দেখলাম। কী জানলাম। এসব বিষয়ে আমাকে স্টাডি করতে হবে। পড়ার টেবিলে খাতা-কলমে আঁকবে, লিখবে। দেখবে স্বপ্ন ধরা দিয়েছে নিকটে। ঘুমের ঘরে দেখবে স্বপ্ন এসে তোমায় ডাকছে।

ওই যে তুমি ভ্রমণে গিয়েছিলে। তোমার আর একঘেয়েমি ভাব নেই। তুমি একদম ফুল, পাখিদের মতো। ভেভো না আবার এটা দুঃস্বপ্ন। এটি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ স্বপ্ন, যা তোমাকে বাস্তবায়ন করতে হবে।

মনে হবে তুমি আকাশে উড়ছো। পায়রার মতো বাকুম বাকুম গান গাইছো। কোকিলের মতো কুহু কুহু সুরে গাইছো। এসব স্বপ্ন তুমি আকাশছোঁয়ার জন্যই দেখেছো।

ভ্রমণে থেকে এসে তুমি টেবিলে বসেছো।

তোমার আঁকতে ইচ্ছে করছে।

লিখতে ইচ্ছে করছে।

ভ্রমণবিষয়ক বই পড়তে ইচ্ছে করছে।

একঘেয়েমি দূর হয়েছে। নিজেকে মনে হচ্ছে যেন কুড়িয়ে পাওয়া হাঁসের ডিম। মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। কুয়াশার মতো নরম।

আবার নতুন করে শুরু করার পালা।

আর হ্যাঁ, তোমার কিন্তু ধৈর্য থাকতে হবে। হতাশ হওয়া যাবে না। এমন ভাবলে চলবে যে আমার এক বন্ধু এক রোল করেছে। ওর হাতের লেখা ভালো। আমার কেন ভালো নয়? যেকোনো কিছু ভালো করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। ধৈর্য ধরতে হবে। প্রবাদ আছে, ধৈর্য তিক্ত তবে ধৈর্যের ফল মধুর।

ধৈর্য তোমাকে ভালো ছাত্র হওয়া শেখাবে। লিখতে শেখাবে। পড়তে শেখাবে। নতুন কিছু জানতে শেখাবে। কেন শেখাবে বলতে পারবে?

পারবে না বুঝি। আচ্ছা তোমাকে বলছি। তাহলে শোনোÑভ্রমণ তোমাকে শেখাবে। ভ্রমণ মনকে ফ্রেশ করে চাঙা করে তোলে।

জীবনকে ভালোভাবে আলোয় আলোয় সুবাসিত করে গড়তে তোমাকে ভ্রমণ করতে হবে। কিছু করতে হলে জানতে হবে। পড়তে হবে। তারপরই তুমি শিখবে। আর শিখলেই সফলতা কল্পনার মতো স্বপ্ন হয়ে ধরা দেবে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত