ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৪৯

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২০: ১৯
আপডেট : ১৬ জুন ২০২৫, ১০: ৪৯

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এই রোগীরা ভর্তি হন।

এতে করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৮৮। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর প্রায় ৫৪ শতাংশই বরিশাল বিভাগের বাসিন্দা। দ্বিতীয় সর্বোচ্চ রোগী চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

এদিকে আজ একজন নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০। মারা যাওয়া এ ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত