
স্টাফ রিপোর্টার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের পণ্য ও সেবা বাজারজাত, পরিচালনা এবং বাস্তবায়নের জন্য 'রিসেলার পার্টনার' নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছে।
নির্বাচিত অংশীদাররা স্টারলিংকের সেবা প্রচার, ইনস্টলেশন ও পরবর্তী ইনস্টলেশন সেবা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিতে উল্লিখিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। তারা হতে পারেন- সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কেবল টিভি অপারেটর, অথবা আইসিটি ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক, সরবরাহকারী কিংবা ডিস্ট্রিবিউটর- যাদের প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয় করা হবে।
এক্ষেত্রে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমা দিতে হবে বিএসসিএলের কার্যালয়ে- এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আগ্রহীদের জন্য বিস্তারিত জানাতে বিএসসিএল একটি অনলাইন সেশন আয়োজন করবে। এতে অংশ নিতে ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জুম প্ল্যাটফর্মে। রেজিস্ট্রেশনের লিংক: https://tinyurl.com/BSCLPREEOI।
বিএসসিএলের চাহিদা অনুযায়ী আবেদনের সঙ্গে থাকতে হবে- কোম্পানির লেটারহেডে স্বাক্ষরিত আবেদনপত্র, নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স, বৈধ ট্রেড লাইসেন্স, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ টিআইএন, ভ্যাট নিবন্ধন সনদ, গত দুই বছরের অডিট রিপোর্ট, অন্তত দুই বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ, নির্ধারিত ব্যাংক থেকে ৩ কোটি টাকার প্রি-পেমেন্ট সক্ষমতার প্রমাণ এবং কোনো ধরনের প্রতারণা, কালো তালিকাভুক্তি বা নিয়ম ভঙ্গের রেকর্ড নেই- এমন ঘোষণা।
এছাড়া বিস্তারিত তথ্য ০২৪১০৩০০৯১-৯৩ ফোন নম্বরে কিংবা বা sales@bscl.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের পণ্য ও সেবা বাজারজাত, পরিচালনা এবং বাস্তবায়নের জন্য 'রিসেলার পার্টনার' নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছে।
নির্বাচিত অংশীদাররা স্টারলিংকের সেবা প্রচার, ইনস্টলেশন ও পরবর্তী ইনস্টলেশন সেবা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিতে উল্লিখিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। তারা হতে পারেন- সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কেবল টিভি অপারেটর, অথবা আইসিটি ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক, সরবরাহকারী কিংবা ডিস্ট্রিবিউটর- যাদের প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয় করা হবে।
এক্ষেত্রে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমা দিতে হবে বিএসসিএলের কার্যালয়ে- এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আগ্রহীদের জন্য বিস্তারিত জানাতে বিএসসিএল একটি অনলাইন সেশন আয়োজন করবে। এতে অংশ নিতে ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জুম প্ল্যাটফর্মে। রেজিস্ট্রেশনের লিংক: https://tinyurl.com/BSCLPREEOI।
বিএসসিএলের চাহিদা অনুযায়ী আবেদনের সঙ্গে থাকতে হবে- কোম্পানির লেটারহেডে স্বাক্ষরিত আবেদনপত্র, নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স, বৈধ ট্রেড লাইসেন্স, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ টিআইএন, ভ্যাট নিবন্ধন সনদ, গত দুই বছরের অডিট রিপোর্ট, অন্তত দুই বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ, নির্ধারিত ব্যাংক থেকে ৩ কোটি টাকার প্রি-পেমেন্ট সক্ষমতার প্রমাণ এবং কোনো ধরনের প্রতারণা, কালো তালিকাভুক্তি বা নিয়ম ভঙ্গের রেকর্ড নেই- এমন ঘোষণা।
এছাড়া বিস্তারিত তথ্য ০২৪১০৩০০৯১-৯৩ ফোন নম্বরে কিংবা বা sales@bscl.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে
১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগে
করোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৫ ঘণ্টা আগে