
মো. তানভীর ইশরাক

অত্যাধুনিক প্রযুক্তি আর ইনোভেশনে চীন সারা বিশ্বে বরাবরই তাক লাগিয়ে আসছে। তবে, এবারের চমকটা যেন একটু বেশিই যুগান্তকারী! প্রযুক্তির আধুনিকায়নের ধারায় ক্রমান্বয়ে ষষ্ঠ প্রজন্মে (6G) পদার্পণ করেছে বিশ্বে। এই ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীনের কিছু বিজ্ঞানী এমন এক আধুনিক ইলেকট্রনিক প্রতিরক্ষা সিস্টেম আবিষ্কার করেছে, যা এখনো পর্যন্ত সব থেকে আধুনিক এবং চীনেই প্রথম!
সাধারণত, যখন কোনো দেশের নির্দিষ্ট একটি দেশে আক্রমণের জন্য যুদ্ধবিমান বা ফাইটার জেট চালনা করা হয়, তখন ওই ফাইটার জেটের চারপাশে নির্দিষ্ট দূরত্বের মধ্যে শত্রুপক্ষের কোনো ফাইটার জেট কিংবা মিসাইল বা অন্যকিছু আসছে কি না, তা নিয়ন্ত্রণ করা হয় শক্তিশালী রাডার সিস্টেমের মাধ্যমে। এই রাডার সিস্টেম মূলত তাৎক্ষণিক ম্যাপ এবং আক্রমণের লক্ষ্যবস্তু ও শত্রুপক্ষের গতিবিধি নজরদারিতে ভূমিকা রাখে। তবে, চীনের আবিষ্কৃত নতুন এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের রাডারে একটি থেকে প্রায় ৩ হাজার ৬০০টিরও বেশি ভুয়া টার্গেট দেখাতে সক্ষম। ফলে, শত্রুপক্ষ আসল ও নকল টার্গেটে বিভ্রান্ত হয়ে, হয় পিছু ফিরতে বাধ্য হবে, নয়তো এই বিভ্রান্তির সুযোগে আকাশ প্রতিরক্ষা জেটের পাল্টা আক্রমণে ধ্বংস হবে।
চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (HUST)-এর একদল বিজ্ঞানীর গবেষণায় সফলভাবে উদ্ভাবন হয়েছে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিযুক্ত অত্যাধুনিক সিস্টেম (6G-Powered Electronic Warfare System)। তাদের এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এফ-৩৫ গুপ্ত যুদ্ধবিমানের (F-35 Stealth Fighter Jet) মতো অত্যাধুনিক রাডারকেও সহজেই জ্যামিং বা ধরাশায়ী করতে পারে। চীনের উদ্ভাবিত এই প্রযুক্তিটি জ্যামিংয়ের জন্য এক্স ব্যান্ডের (X-band) ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যার তীব্রতা প্রায় ১২ গিগাহার্টজ (12GHz) পর্যন্ত যেতে পারে! উচ্চ তীব্রতা ও তীক্ষ্ণতার এই তরঙ্গ এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী রাডারকেও জ্যামিং করে পাইলটকে সহজেই বিভ্রান্ত করে ফেলতে পারবে।
শুধু তাই-ই নয়, এই প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রেও যুগান্তকারী বিপ্লব আনছে। রাডার জ্যামিংয়ের পাশাপাশি একই সঙ্গে সিস্টেমটি একযোগে ৩০০টিরও বেশি প্ল্যাটফর্ম বা ক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করতে সক্ষম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যার সাহায্যে অতি উচ্চগতিতে যুদ্ধক্ষেত্রের যেকোনো তথ্য গ্রহণ, প্রেরণ ও সংরক্ষণ করা সম্ভব হবে! এখনো পর্যন্ত কোনো দেশ প্রযুক্তির আধুনিকায়নের এই চূড়ায় পদার্পণ করতে সক্ষম হয়নি।

অত্যাধুনিক প্রযুক্তি আর ইনোভেশনে চীন সারা বিশ্বে বরাবরই তাক লাগিয়ে আসছে। তবে, এবারের চমকটা যেন একটু বেশিই যুগান্তকারী! প্রযুক্তির আধুনিকায়নের ধারায় ক্রমান্বয়ে ষষ্ঠ প্রজন্মে (6G) পদার্পণ করেছে বিশ্বে। এই ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীনের কিছু বিজ্ঞানী এমন এক আধুনিক ইলেকট্রনিক প্রতিরক্ষা সিস্টেম আবিষ্কার করেছে, যা এখনো পর্যন্ত সব থেকে আধুনিক এবং চীনেই প্রথম!
সাধারণত, যখন কোনো দেশের নির্দিষ্ট একটি দেশে আক্রমণের জন্য যুদ্ধবিমান বা ফাইটার জেট চালনা করা হয়, তখন ওই ফাইটার জেটের চারপাশে নির্দিষ্ট দূরত্বের মধ্যে শত্রুপক্ষের কোনো ফাইটার জেট কিংবা মিসাইল বা অন্যকিছু আসছে কি না, তা নিয়ন্ত্রণ করা হয় শক্তিশালী রাডার সিস্টেমের মাধ্যমে। এই রাডার সিস্টেম মূলত তাৎক্ষণিক ম্যাপ এবং আক্রমণের লক্ষ্যবস্তু ও শত্রুপক্ষের গতিবিধি নজরদারিতে ভূমিকা রাখে। তবে, চীনের আবিষ্কৃত নতুন এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের রাডারে একটি থেকে প্রায় ৩ হাজার ৬০০টিরও বেশি ভুয়া টার্গেট দেখাতে সক্ষম। ফলে, শত্রুপক্ষ আসল ও নকল টার্গেটে বিভ্রান্ত হয়ে, হয় পিছু ফিরতে বাধ্য হবে, নয়তো এই বিভ্রান্তির সুযোগে আকাশ প্রতিরক্ষা জেটের পাল্টা আক্রমণে ধ্বংস হবে।
চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (HUST)-এর একদল বিজ্ঞানীর গবেষণায় সফলভাবে উদ্ভাবন হয়েছে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিযুক্ত অত্যাধুনিক সিস্টেম (6G-Powered Electronic Warfare System)। তাদের এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এফ-৩৫ গুপ্ত যুদ্ধবিমানের (F-35 Stealth Fighter Jet) মতো অত্যাধুনিক রাডারকেও সহজেই জ্যামিং বা ধরাশায়ী করতে পারে। চীনের উদ্ভাবিত এই প্রযুক্তিটি জ্যামিংয়ের জন্য এক্স ব্যান্ডের (X-band) ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যার তীব্রতা প্রায় ১২ গিগাহার্টজ (12GHz) পর্যন্ত যেতে পারে! উচ্চ তীব্রতা ও তীক্ষ্ণতার এই তরঙ্গ এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী রাডারকেও জ্যামিং করে পাইলটকে সহজেই বিভ্রান্ত করে ফেলতে পারবে।
শুধু তাই-ই নয়, এই প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রেও যুগান্তকারী বিপ্লব আনছে। রাডার জ্যামিংয়ের পাশাপাশি একই সঙ্গে সিস্টেমটি একযোগে ৩০০টিরও বেশি প্ল্যাটফর্ম বা ক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করতে সক্ষম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যার সাহায্যে অতি উচ্চগতিতে যুদ্ধক্ষেত্রের যেকোনো তথ্য গ্রহণ, প্রেরণ ও সংরক্ষণ করা সম্ভব হবে! এখনো পর্যন্ত কোনো দেশ প্রযুক্তির আধুনিকায়নের এই চূড়ায় পদার্পণ করতে সক্ষম হয়নি।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৩ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৫ ঘণ্টা আগে