আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিভির আকার এমন কেন? ৩২, ৪৩ বা ৫৮ ইঞ্চি

আমার দেশ অনলাইন
টিভির আকার এমন কেন? ৩২, ৪৩ বা ৫৮ ইঞ্চি

টিভি কোনোটা ৩২ ইঞ্চি, কোনোটা ৪৩ ইঞ্চি, আবার ৫৫ বা ৬৫ ইঞ্চির দেখাও পাবে। কিন্তু ৩০, ৪০, ৫০ বা ৬০ ইঞ্চির মতো রাউন্ড ফিগারের টিভি সাধারণত চোখে পড়ে না।

কেন এমন অদ্ভুত সাইজের টিভি বানানো হয়। ৪০ ইঞ্চির পরিবর্তে ৪৩ ইঞ্চি হলে কি বিশেষ কোনো সুবিধা আছে, নাকি অন্য কোনো রহস্য। এর মূল কারণ হলো টিভির পর্দা তৈরির প্রক্রিয়া।

বিজ্ঞাপন

টিভির পর্দাগুলো কিন্তু একটি একটি করে বানানো হয় না। ‘মাদার গ্লাস’ নামে বিশাল আকারের একটি কাচের পাত থেকে একসঙ্গে অনেকগুলো পর্দা কেটে নেওয়া হয়। কাচের এই পাতেরও বিভিন্ন প্রজন্ম বা জেনারেশন থাকে। যেমন, জেন ৮ বা জেন ১০।

নির্মাতাদের লক্ষ্য থাকে, এক ইঞ্চি কাচও যেন নষ্ট না হয়। তারা এমনভাবে পর্দাগুলো কাটে, যাতে সবচেয়ে বেশি সংখ্যক পর্দা বের করে আনা যায়। হিসাব করে দেখা গেছে, বর্তমানে টিভির পর্দার যে ১৬:৯ অনুপাত রয়েছে একে আমরা বলি ওয়াইডস্ক্রিন তাতে ৪৩ ইঞ্চি সাইজের পর্দা কাটলে কাচের অপচয় সবচেয়ে কম হয়। কিন্তু ৪০ ইঞ্চি করে কাটতে গেলে অনেক কাচ নষ্ট হয়। 

আমরা যখন ‘৪৩ ইঞ্চি টিভি’ বলি, তখন এর পর্দার এক কোণা থেকে বিপরীত কোণার দূরত্ব বোঝানো হয়। তবে অনেক সময়ই এই মাপটি একেবারে কাঁটায় কাঁটায় হয় না, কোম্পানিগুলো দশমিকের পরের সংখ্যাকে রাউন্ড আপ করে বলে। তাই ৪২.৫ ইঞ্চি পর্দার টিভিকে ৪৩ ইঞ্চি হিসেবেই বাজারজাত করা হয়। তবে এই মাপ মানে কিন্তু টিভির দৈর্ঘ্য বা প্রস্থ নয়, বরং এর কোনাকুনি দূরত্ব।

কাগজে-কলমে ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি টিভির মধ্যে পার্থক্যটা কম মনে হতে পারে। ৪০ ইঞ্চি টিভির স্ক্রিন প্রায় ৮৯ সেন্টিমিটার চওড়া, আর ৪৩ ইঞ্চি টিভি ৯৫ সেন্টিমিটার। কিন্তু ‘মাদার গ্লাস’ থেকে পর্দা কাটার সময় এই কয়েক সেন্টিমিটারের পার্থক্যই উৎপাদন খরচে বড় প্রভাব ফেলে। মজার ব্যাপার হলো, তোমার সামনে একটি ৪০ ইঞ্চি ও একটি ৪৩ ইঞ্চি টিভি রাখলেও চোখের দেখায় বড়-ছোট আলাদা করা কঠিন হয়ে যাবে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন