প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই এজেন্ট

টি এইচ মাহির
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৭: ০৬

প্রযুক্তি বিশ্বে এআইয়ের এখন যেন জয়জয়কার। সাম্প্রতিক বছরগুলোয় এআইয়ের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে চ্যাটবট হিসেবে এআই ব্যবহার করছে সবাই। তবে ইদানীং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআইকে সহকারী হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে এআই এজেন্ট। এজেন্টিক এআই হলো এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা, যা মানুষের তত্ত্বাবধান ছাড়াই স্বায়ত্তশাসিতভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে।

বিজ্ঞাপন

মূলত নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয় এসব এআইতে। যেকোনো কর্মপরিবেশের জটিল ও দীর্ঘস্থায়ী কাজগুলো সম্পাদন করবে এআই। এজেন্টিক এআই স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত নিতে পারে—মানে নিজে থেকে কোন কাজ করবে এবং সেটি প্রোগ্রাম করবে, তা বুঝতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন যানবাহন। যারা শুধু একটি নির্দিষ্ট রাস্তায় চলাচলের জন্য উপযোগী করে বানানো নয়, বরং যেকোনো রাস্তায় চলাচল করতে পারে এবং রাস্তার বিভিন্ন পরিস্থিতিতে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। সাধারণ এআই নির্দিষ্ট অ্যালগরিদমের ওপর কাজ করে। কিন্তু এআই এজেন্ট মডেলগুলো সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন ডেটা বাছাই, ছবি তৈরি বা ভাষা অনুবাদ। এসব এআই তার প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে এজেন্টিক এআই ব্যবস্থা স্বায়ত্তশাসিত এবং সময়ের সঙ্গে তার ফলাফল ভিন্ন হতে পারে। প্রযুক্তিবিদরা বলছেন, ২০২৫ সালে এআই এজেন্ট প্রযুক্তিবিশ্বে রাজত্ব করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানও এআই এজেন্ট ব্যবহার করা শুরু করেছে।

গুগল প্রজেক্ট মেরিনার

এআই নিয়ে গুগল অনেক দিন ধরেই কাজ করছে। তাদের জেমিনি এআই টেক্কা দিচ্ছে জনপ্রিয় চ্যাটজিপিটির সঙ্গে। এজেন্টিক এআই জনপ্রিয় হওয়ার পর তারাও যোগ দিয়েছে এআই এজেন্ট তৈরির মিশনে। তাদের এজেন্টিক এআই মিশনে আছে গুগল প্রজেক্ট মেরিনার নামে এআই এজেন্ট, যেটি স্বায়ত্তশাসিতভাবে ওয়েবে কাজ সম্পাদন করার জন্য বানানো হয়েছে। এটি মূলত তাদের জেমিনি ২.০ ভার্সন দিয়ে বানানো প্রোটোটাইপ। ভবিষ্যতের জন্য গুগল এটি ডিজাইন করেছে। এটি আব্রাউজার স্ক্রিনে থাকা তথ্য, পিক্সেল ও ওয়েব উপাদান, যেমন টেক্সট, কোড, ছবি ও ফর্ম বুঝতে সক্ষম এবং তারপর কাজ সম্পন্ন করার জন্য একটি পরীক্ষামূলক ক্রোম এক্সটেনশনের মাধ্যমে সেই তথ্য ব্যবহার করে। প্রজেক্ট মেরিনার একক এজেন্ট সেটআপ হিসেবে ৮৩ দশমিক ৫ শতাংশ নির্ভুল কাজ করে বলে গুগলের পরীক্ষা-নিরীক্ষায় এসেছে। যাই হোক, প্রজেক্ট মেরিনার এখনো পরীক্ষামূলকভাবে গবেষকরা ব্যবহার করছেন।

ওপেনএআইয়ের অপারেটর

জনপ্রিয় চ্যাটবটের কোম্পানি ওপেনএআই সম্পর্কে তো কমবেশি অনেকেই জানি। এআই চ্যাটবটের জগতে তাদের এআই সারা বিশ্বে সাড়া ফেলেছে। তাছাড়া বিভিন্ন সময় ওপেনএআই প্রযুক্তিবিশ্বে আলোচনায় থাকে। তারাও এআই এজেন্ট তৈরির মিশনে যোগ দিয়েছে। তারা বানিয়েছে ওপেন এআই অপারেটর নামে এআই এজেন্ট। এই অপারেটর কাজ করার জন্য ওয়েবে যেতে পারে। নিজস্ব ব্রাউজার ব্যবহার করে এটি একটি ওয়েবপৃষ্ঠা দেখতে পারে। এ ছাড়া টাইপ, ক্লিক ও স্ক্রোলিংয়ের মাধ্যমে কাজ করতে পারে। বর্তমানে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। অপারেটর কম্পিউটার ইউজিং এজেন্ট নামক নতুন এআই মডেল দ্বারা কাজ করে।

এটি ব্রাউজারে বিভিন্ন ধরনের পুনরাবৃত্তিমূলক কাজ পরিচালনা করতে পারে। যেমন ফর্ম পূরণ করা, মুদিখানার জিনিসপত্র অর্ডার করা, এমনকি মিম তৈরি করা। মানুষের দৈনন্দিন কাজের সময় বাঁচাতে এই এজেন্ট ব্যবহার করা যেতে পারে।

আমাজনের এলেক্সা প্লাস

ইকমার্সের জনপ্রিয় সাইট আমাজন। এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যে আমাজন চেনে না। পৃথিবীব্যাপী আমাজনের বিস্তর কার্যক্রম রয়েছে। তাদের ওয়েবসাইটে মানুষ কেনাকাটা করে। তা ছাড়া তাদের আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে। আমাজন মাল্টিন্যাশনাল প্রযুক্তি কোম্পানি হিসেবেও কাজ করে। সম্প্রতি আমাজন একটি এআই এজেন্ট বানিয়েছে। আমাজন এলেক্সা প্লাস নামে এই এজেন্ট ডিজিটাল সহকারী হিসেবে বিভিন্ন কাজ করবে। জেনারেটিভ এআইসম্পন্ন এই এজেন্ট ব্যক্তিগত কাজে সহায়তা করতে পারবে। যেমন টিকিট কাটা, বিল পরিশোধ করা, নিজস্ব কোনো রেসিপি সম্পর্কে মনে রাখা প্রভৃতি। তাছাড়া মানুষের ব্যক্তিগত পছন্দকে কাজে লাগিয়ে বিভিন্ন পরামর্শও দিতে পারে। ছবি ও ফাইল শেয়ার করা থেকে শুরু করে বিভিন্ন কিছু মনে রাখতে পারবে এই এজেন্ট। এলেক্সা ডিভাইস ব্যবহারকারীদের আরো স্মার্ট হোম সিস্টেম হতে পারে এটি। আমাজন প্রাইমের সদস্যদের জন্য বিনা মূল্যে পাওয়া যাবে এই এজেন্ট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত