বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু করলো গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১৯

সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার এই ঘোষণাটি দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান।

এ বিষয়ে ইয়াসির আজমান বলেন, ফাইভজি প্রযুক্তির মাধ্যমে দ্রুততর ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সূচনা করছি আমরা; যা উদ্ভাবন, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্মার্ট সেবার মাধ্যমে খুলে দেবে সম্ভাবনার দুয়ার- গড়ে তুলবে দেশের ভবিষ্যত। আমাদের মিশন হচ্ছে, দেশের মানুষকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে যুক্ত করা, অগ্রগতি ও উৎপাদনশীলতা নিশ্চিত করা এবং দেশজুড়ে অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয়া। তিনি ফাইভজি প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার ও বিটিআরসিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত