আমার দেশ অনলাইন
বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হয়েছে এআই। এখন গুগলে কোনো কিছু খুঁজতে গেলে প্রথমেই এআই একটি সারমর্ম তুলে ধরে। একেই বলে গুগল ওভারভিউ। তবে পাঠকের এতে উপকার হলেও ক্ষতি হচ্ছে লেখক এবং প্রকাশকদের।
এরই মধ্যে রোলিং স্টোন, বিলবোর্ড এবং ভ্যারাইটির মালিকানাধীন পেনস্কে মিডিয়া এআই ওভারভিউয়ের বিরুদ্ধে মামলা করেছে। তারা দাবি করেছে যে গুগল তাদের কন্টেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করে, যার ফলে ভিজিটর কম হয় এবং আয় কম হয়। গুগলের এআই সার্চ ফিচারগুলোকে লক্ষ্য করে এটি কোনো প্রধান মার্কিন প্রকাশকের করা প্রথম বড় মামলাগুলোর মধ্যে একটি।
অনেক ব্যবহারকারী এখন গুগলের ওভারভিউ দেখেই চলে যাচ্ছেন, তারা গুগলের সাজেস্ট করা কোনো ওয়েবসাইটে ঢুকছেন না। বেশিরভাগ ব্যবহারকারীই এই কাজটি করছেন। ফলে সাইটগুলোতে ক্লিক-থ্রু রেট কমছে। সেই সঙ্গে সাইটের ট্র্যাফিকও কমছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাইটের প্রকাশক এবং লেখকরা।
জনপ্রিয় ওয়েবসাইট উইকিহাউ তাদের এই ক্ষতির কথা জানিয়েছেন। এআইয়ের ফলে তাদের কতটা ক্ষতি হচ্ছে এবং তারা কীভাবে তাদের লাখ লাখ দর্শক হারাচ্ছেন সে ব্যাপারে জানিয়েছেন। উইকিহাউ-এর সিইও এলিজাবেথ ডগলাস জানিয়েছে, এআই সারাংশ ব্যবহারকারীদের তার সাইট থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যার ফলে লাভজনক থাকা কঠিন হয়ে উঠছে।
মার্কিন শিক্ষা প্ল্যাটফর্ম চেগও মামলা দায়ের করেছে। তারা বলেছে যে গুগলের এআই ওভারভিউগুলো অর্থ প্রদান ছাড়াই তাদের সামগ্রী ব্যবহার করে, ট্র্যাফিক হ্রাস করে এবং সাবস্ক্রিপশনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এটি কন্টেন্ট নির্মাতাদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে যে কীভাবে এআই সারাংশগুলো তাদের ব্যবসাকে প্রভাবিত করছে।
মামলা এবং অভিযোগ ক্রমশ বাড়ছে। প্রকাশকদের যুক্তি, এআই ওভারভিউগুলো ক্ষতিপূরণ ছাড়াই তাদের বিষয়বস্তুকে অন্যায়ভাবে পুনঃপ্রয়োগ করে, যা অবিশ্বাস এবং কপিরাইট প্রশ্ন উত্থাপন করে। নিয়ন্ত্রকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হয়েছে এআই। এখন গুগলে কোনো কিছু খুঁজতে গেলে প্রথমেই এআই একটি সারমর্ম তুলে ধরে। একেই বলে গুগল ওভারভিউ। তবে পাঠকের এতে উপকার হলেও ক্ষতি হচ্ছে লেখক এবং প্রকাশকদের।
এরই মধ্যে রোলিং স্টোন, বিলবোর্ড এবং ভ্যারাইটির মালিকানাধীন পেনস্কে মিডিয়া এআই ওভারভিউয়ের বিরুদ্ধে মামলা করেছে। তারা দাবি করেছে যে গুগল তাদের কন্টেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করে, যার ফলে ভিজিটর কম হয় এবং আয় কম হয়। গুগলের এআই সার্চ ফিচারগুলোকে লক্ষ্য করে এটি কোনো প্রধান মার্কিন প্রকাশকের করা প্রথম বড় মামলাগুলোর মধ্যে একটি।
অনেক ব্যবহারকারী এখন গুগলের ওভারভিউ দেখেই চলে যাচ্ছেন, তারা গুগলের সাজেস্ট করা কোনো ওয়েবসাইটে ঢুকছেন না। বেশিরভাগ ব্যবহারকারীই এই কাজটি করছেন। ফলে সাইটগুলোতে ক্লিক-থ্রু রেট কমছে। সেই সঙ্গে সাইটের ট্র্যাফিকও কমছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাইটের প্রকাশক এবং লেখকরা।
জনপ্রিয় ওয়েবসাইট উইকিহাউ তাদের এই ক্ষতির কথা জানিয়েছেন। এআইয়ের ফলে তাদের কতটা ক্ষতি হচ্ছে এবং তারা কীভাবে তাদের লাখ লাখ দর্শক হারাচ্ছেন সে ব্যাপারে জানিয়েছেন। উইকিহাউ-এর সিইও এলিজাবেথ ডগলাস জানিয়েছে, এআই সারাংশ ব্যবহারকারীদের তার সাইট থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যার ফলে লাভজনক থাকা কঠিন হয়ে উঠছে।
মার্কিন শিক্ষা প্ল্যাটফর্ম চেগও মামলা দায়ের করেছে। তারা বলেছে যে গুগলের এআই ওভারভিউগুলো অর্থ প্রদান ছাড়াই তাদের সামগ্রী ব্যবহার করে, ট্র্যাফিক হ্রাস করে এবং সাবস্ক্রিপশনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এটি কন্টেন্ট নির্মাতাদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে যে কীভাবে এআই সারাংশগুলো তাদের ব্যবসাকে প্রভাবিত করছে।
মামলা এবং অভিযোগ ক্রমশ বাড়ছে। প্রকাশকদের যুক্তি, এআই ওভারভিউগুলো ক্ষতিপূরণ ছাড়াই তাদের বিষয়বস্তুকে অন্যায়ভাবে পুনঃপ্রয়োগ করে, যা অবিশ্বাস এবং কপিরাইট প্রশ্ন উত্থাপন করে। নিয়ন্ত্রকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে