ল্যাপটপ কেনার আগে ভাবুন

আহমেদ আরিফ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৭: ০৮
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৩

সাধ্য ও চাহিদার সমন্বয় করে রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ কেনা বেশ কঠিন। তাই পড়ালেখা, চাকরি, কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য ল্যাপটপ কিনতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। নানাজনের পরামর্শ নিতে গিয়ে অনেকেই হযবরল অবস্থায় পড়ে যান। তাই ল্যাপটপ কেনার আগের বিড়ম্বনা কমাতে এই বিষয়গুলো ভাবনায় রাখুন।

বিজ্ঞাপন

বাজেট কেমন?

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ল্যাপটপের বাজার বেশ চড়া। বেশিরভাগ ক্ষেত্রে অন্য দেশের তুলনায় দামের ব্যবধান ১০০ থেকে ২৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। বাজেট ঠিক করার সময় অবশ্যই মাথায় রাখবেন, বছর না ঘুরতেই আরও একটি নতুন মডেলের ল্যাপটপ কেনা বাংলাদেশের মতো অর্থনৈতিক বাস্তবতায় সম্ভব নয়। তাই নতুন ল্যাপটপ কেনার আগে সর্বোচ্চ বাজেট ঠিক করুন।

ল্যাপটপের সাইজ

বাজারে অনেক সাইজের ল্যাপটপ পাওয়া যায়। তবে ১৩ থেকে ১৪ ইঞ্চি সাইজের ল্যাপটপ ছোট এবং ওজনে কম হওয়ায় ক্যারি করা বেশ সহজ। তাই ১৩ থেকে ১৪ ইঞ্চি সাইজের ল্যাপটপ কেনাই ভালো। তবে কাজের চাহিদা অনুযায়ী সেটা ১৫ থেকে ১৭ ইঞ্চিও হতে পারে।

প্রত্যাশা কেমন?

ল্যাপটপের অন্যতম প্রধান হার্ডওয়্যার হচ্ছে Central Processing Unit, যাকে সংক্ষেপে CPU বলা হয়। Intel ও AMD যেকোনো একটি CPU বেছে নিতে পারেন। নিত্যদিনের ব্যবহারের জন্য, যেমন ইন্টারনেট সার্ফিং, ডকুমেন্টারি টাইপিং, ফ্রিল্যান্সিং, নরমাল ভিডিও এডিটিং, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল প্রভৃতি ক্ষেত্রে হলে Intel-এর CPU নেওয়াই ভালো। আর আপনার ল্যাপটপ কেনার অন্যতম উদ্দেশ্য যদি গেমিং হয়, তাহলে AMD প্রসেসর নিন। স্মুথ পারফরম্যান্সের জন্য ল্যাপটপের RAM অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি লাইট ইউজার হন, তাহলে চার থেকে আট জিবি যথেষ্ট। আর হেভি ইউজার হলে আট জিবির বেশি RAM নিন। ল্যাপটপের ভালো পারফর্ম্যান্সের জন্য CPU ও RAM-এর পাশাপাশি স্টোরেজ ডিভাইস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে ল্যাপটপে দুই ধরনের Storage ব্যবহার করা হয়—Solid State Drive (SSD) এবং Hard Disk Drive (HDD) । পর্যাপ্ত বাজেট থাকলে স্টোরেজ ডিভাইসের জন্য SSD-কে প্রাধান্য দিন। বাজেট কমাতে চাইলে HDD যুক্ত মডেলের ল্যাপটপ সিলেক্ট করুন। এবার আসা যাক Graphics Card (GPU) প্রসঙ্গে। ডেক্সটপ কম্পিউটারের মতো ল্যাপটপেও ভালো পারফরম্যান্সের জন্য গ্রাফিক্স কার্ড বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে গেমিং বা হেভি ডিউটি গ্রাফিক্সের কাজের জন্য শক্তিশালী গ্রাফিক্স কার্ডের বিকল্প নেই। সাধারণ ব্যবহারকারীদের জন্য মাদারবোর্ডের সঙ্গে বিল্ট ইন অবস্থায় যে গ্রাফিক্স কার্ড থাকে সেটিই যথেষ্ট।

কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন?

বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে। যেমন Apple, Acer, Dell, HP, Lenovo, মাইক্রোসফট, MSI ইত্যাদি। Microsoft, Apple ও MSI ব্র্যান্ডের ল্যাপটপ বেশ ব্যয়বহুল। তাই বাজেট ও স্পেসিফিকেশনের সমন্বয় করে Acer, Dell, HP, Lenovo যেকোনো একটি ব্র্যান্ড বেছে নিতে পারেন।

কোথা থেকে কিনবেন?

ল্যাপটপ কেনার সময় বেশিরভাগ মানুষই যে ভুলটি করে সেটি হচ্ছে, থার্ড পার্টি শপ কিংবা অনলাইনে থার্ড পার্টি সেলার থেকে কেনা। অথচ বহুল পরিচিত প্রায় সব ব্র্যান্ডের অফিশিয়াল পার্টনার স্টোর আছে দেশের বিভিন্ন বিভাগে। তাই কোনোভাবেই থার্ড পার্টি শপ কিংবা অনলাইনে থার্ড পার্টি সেলার থেকে ল্যাপটপ কেনা উচিত নয়। একান্তই যদি অনলাইন থেকে কিনতে হয়, তাহলে অবশ্যই অফিশিয়াল অনলাইন পার্টনারের কাছ থেকে কেনা উচিত।

বিষয়:

ল্যাপটপ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত