আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়ারফোনেই থাকছে শব্দ কমানো বাড়ানোর হুইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ইয়ারফোনেই থাকছে শব্দ কমানো বাড়ানোর হুইল

জনপ্রিয় সংস্থা সিএমএফ নাথিংয়ের সাব ব্র্যান্ডের বাজারে আসছে নতুন ইয়ারফোন। এটি একটি ওভার দ্য ইয়ার হেডফোন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই হেডফোনে একটি হুইল থাকতে চলেছে যা শব্দ বাড়াতে-কমাতে কাজ করবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে সংস্থা এই ইয়ারফোনের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে। এর সাহায্যে শব্দ অর্থাৎ আওয়াজ কমানো, বাড়ানো যাবে। পাওয়ার বাটনও থাকতে চলেছে হেডফোনের ডানদিকের সাইডের অংশে।

বিজ্ঞাপন

চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। আর থাকতে চলেছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট। এই ইয়ারফোনের পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্যও ব্যবহার করা যাবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে সিএমএফ-এর নতুন ইয়ারফোন, একটি ওয়্যারলেস হেডফোন হতে চলেছে।

সিএমএফ হেডফোন প্রো মডেলে ফোম ইয়ারকাপ থাকতে চলেছে। ইয়ারকাপের ভেতরের দিকে থাকবে লেফট এবং রাইট মার্কিং। আর সিএমএফ ব্র্যান্ড লেখা থাকবে বাইরের অংশে। একটি স্লাইডার এবং একটি ডেডিকেটেড সুইচ থাকতে চলেছে এই ইয়ারফোনে। এর সাহায্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের অ্যাক্টিভেট করা যাবে।

এখনো এই ইয়ারফোনের সব ফিচার এবং দাম প্রকাশ্যে আসেনি। লঞ্চের আগে আসবে বলে অনুমান। সিএমএফ সংস্থা এর আগেও ভারতে ফোন এবং ইয়ারফোন লঞ্চ করেছে। এবার আসছে নতুন মডেল। খুব শিগগির হয়তো বাজারে আসবে ইয়ারবাডটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন