আধুনিক ডেটা সেন্টার নির্মাণ করবে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৪

ডেটা সেন্টারকে নতুন মডেলে সাজাতে চায় প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (এআই) কাজে লাগিয়ে মাইক্রোসফট তাদের ডেটা সেন্টারকে আরও আধুনিক রূপে সাজাতে চায়। আর সে জন্যই তারা চলতি বছরে বিগ বাজেট খরচ করার ঘোষণা দিয়েছে এই মাধ্যমে। প্রতিষ্ঠানটি তাদের ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টার তৈরির জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

বিজ্ঞাপন

অর্থাৎ তারা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে নতুন প্রযুক্তিসমৃদ্ধ এই ডেটা সেন্টারে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। কারণ, বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চাচ্ছে।

নতুন প্রযুক্তি এআইকে আরও সমৃদ্ধিশীল ও করে গড়ে তুলতে প্রয়োজন বেশি বেশি কম্পিউটিং শক্তির। এর কারণ হলো, এআই মডেলগুলো কাজ করাতে অনেক বড় তথ্য প্রক্রিয়া করতে হয়। সে জন্য বিশেষ ধরনের ডেটা সেন্টারের প্রয়োজন, যেখানে হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে। এই চিপগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ তৈরি করতে সক্ষম হয়, যা এআই প্রযুক্তিকে দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে। আর সে জন্যই নতুন বছরের শুরুতেই মাইক্রোসফট ডেটা সেন্টারকে আরও উন্নত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত