ইসলামি বইমেলা

আলেম-লেখকদের আগমনে প্রাণবন্ত পরিবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০: ১৫

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় মঙ্গলবার ছিল ভিন্ন রকমের আবহ। দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি লেখকদের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত মেলার প্রাঙ্গণে এসেছেন বিশিষ্ট আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। একইসঙ্গে উপস্থিত ছিলেন লেখক মুহাম্মদ যাইনুল আবিদীনসহ আরও অনেকে। তাদের আগমনে পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় এক অন্যরকম উচ্ছ্বাস।

বিজ্ঞাপন

মেলা কমিটির সদস্য রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, শীর্ষস্থানীয় আলেম-লেখক-প্রকাশকরা যখন মেলায় আসেন, তখন মেলাটি যেন প্রকৃত প্রাণ ফিরে পায়। লেখক ও আলেমদের নিয়মিত উপস্থিতি শুধু মেলার মর্যাদা বাড়ায় না, বরং পাঠক-দর্শনার্থীদের অনুপ্রাণিত করতেও বড় ভূমিকা রাখে।

এদিন স্বজনদের সাথে আসা শিশুদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। কিডস প্লে জোনে ছোটরা সময় কাটায় আনন্দে। বিশেষ করে “লিটল উম্মাহ” আয়োজিত বাস্কেটবল খেলায় শিশুদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

দিন গড়ানোর সাথে সাথে দর্শনার্থীর ভিড়ও বাড়তে থাকে। বইপ্রেমীদের উপস্থিতি, প্রাণবন্ত পরিবেশ এবং আলেম-লেখকদের আগমনে মঙ্গলবারের বইমেলা রূপ নেয় উৎসবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত