এমরানা আহমেদ
অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ভালোবাসার রঙে গতকাল ছিল বর্ণিল। গতকাল শনিবার সরকারি ছুটির দিনটিতে বইপ্রেমী ও দর্শণার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তরুণীদের অনেকেরই পরনে ছিল লাল, বাসন্তী, সাদা, নীল রঙের শাড়ি-থ্রিপিস। বিভিন্ন বয়সি পুরুষেরা পরেন নানা রঙের পাঞ্জাবি।
প্রকাশক, পাঠক, বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন প্রতিদিন মেলায় ভিড় বাড়ছে। এদিকে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে প্রতিদিনই নতুন-পুরোনো লেখকদের অসংখ্য নতুন বই জমা পড়ছে। গতকাল মেলার ১৫তম দিনে জমা পড়ে ১৭৫টি বই। শুক্রবার ১৪তম দিনে জমা পড়ে ২৫০টি। এ পর্যন্ত গত ১৫ দিনে মোট এক হাজার ৪২৭টি নতুন বই জমা পড়েছে।
শিশু চত্বরে টুনটুনি প্রকাশনের ৯৪১ নম্বর স্টলে সৈয়দ আবদাল আহমদ সংকলিত ‘চিরকালের ছড়া কবিতা’ বইটির বিক্রি ভালো হচ্ছে। বইটির প্রকৃত মূল্য ৫০০ টাকা হলেও ২৫ শতাংশ ডিসকাউন্টে ৩৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
সৈয়দ আবদাল আহমদ সম্পাদিত ‘চাঁদের মানুষ’ বইটিও খুদে পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। লেখক ইলিয়াস হোসেনের লেখা ‘আবিষ্কারের মজার কথা’ বইটি গতবারের মতো এবারও শিশু ক্রেতারা বেশ আগ্রহের সঙ্গে কিনছেন। বইটির মূল্য ৩৫০ টাকা। এ ছাড়াও জাহেদ চৌধুরী সম্পাদিত ‘রহস্যময় এলিয়েন’ বইটির অনেক চাহিদা রয়েছে। দাম ১৫০ টাকা।
জনপ্রিয় লেখক ও কবি আল মাহমুদের লেখা ‘মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বইটি আশানুরূপ বিক্রি হচ্ছে বলে জানান টুনটুনি প্রকাশনের বিক্রয়ের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম। তিনি আরো জানান, কবি হাসান হাফিজ সম্পাদিত ‘বিশ্বসেরা রূপকথা’ বইটিও শিশুরা অনেক কিনছেন। মহাকালে লেখক মৃধা মনিরুজ্জামানের নতুন শিশুতোষ ইসলামি বই ‘আমার নবী বিশ্বনবী মুহাম্মদ (সা.) এবং ‘আল্লাহ আমার রব’ বই দুটির বিক্রি ভালো। দাম ১৫০ টাকা।
এমদাদুল হক চৌধুরীর লেখা কোরআন-হাদিসের আলোকে মহানবী (সা.)-এর চিকিৎসা পদ্ধতি ‘চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান এবং মহানবী (সা.)-এর চিঠি চুক্তি ভাষণ’ বইটি সব বয়সি পাঠকরা কিনছেন। দাম ৪০০ টাকা।
এ ছাড়াও মহাকালের শিশু-কিশোরদের জন্য লেখা মুনীর ফিরোজের বিজ্ঞানের বই ‘স্টুডেন্ট’স নজেল’ বইটি ভালো চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রেষ্ঠ কিশোর গল্প’ বইটি পাঠকরা পছন্দ করছেন। মহকালের স্বত্বাধিকারী মুনিরুজ্জামান আমার দেশকে বলেন, মেলায় পাঠকরা আসছেন, মেলা ইতোমধ্যে জমে উঠেছে। বেচাবিক্রিও সন্তোষজনক।
পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসের সামনে আমার দেশ প্রতিবেদকের সঙ্গে কথা হয় রাজধানীর শাহজাহানপুর থেকে আসা মনি আখতারের সাথে। তার বাচ্চারা মেলায় আসতে পছন্দ করে। মেয়ে খাদিজা এবং ছেলে হৃদয় ভূত এবং কার্টুনের বই পছন্দ করে। তিনি পছন্দ করেন কবিতা এবং উপন্যাসের বই। আজ মেলায় প্রথমে এলেও দ্বিতীয়বার ২১ ফেব্রুয়ারির দিনও মেলায় আসবেন বলে জানালেন তিনি। পিয়াল এবার নতুন এনেছে সৈয়দা নাজমুন নাহারের লেখা ‘মেঘ ডুবি গাঁ’ বইটি। আমার দেশের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তার বইটি তরুণ পাঠকরা কিনছেন। তবে মেলায় এবার দর্শনার্থী বেশি, বই কেনার ক্রেতা কম বলে জানান তিনি।
অমর একুশে বইমেলার ১৫তম দিন গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে মেলা শুরু হয় বেলা ১১টার পরিবর্তে বেলা ২টায়। এ নিয়ে দুটি শনিবার মেলার সময় কমিয়ে দেওয়া হলো। শিশুরা এ সময়টাতে মেলায় আসে। তাদের কারো কারো কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
জলছবি প্রকাশনের স্টলে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। এগুলোর মধ্যে কে এম আব্দুল মোমিনের লেখা ‘বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস’, হুসনুন নাহার নার্গিসের ‘পৃথিবীর পথে পথে ভ্রমণ কাহিনী’, তাসনুভা সোমার ‘অদ্ভুতনামচা-ননফিকশন’, ‘ধূপছায়া-গল্প সংকলন’ রেহানা সুলতানার ‘অনুভূতিরা বর্ণিল কবিতা’, তৌহীদে ইলাহী রানার ‘মাঝে মাঝে বৃষ্টি ভালো’, হুসনুন নাহার নার্গিসের ‘বিস্ময়কর মিশরীয় সভ্যতা’ একই লেখকের লেখা ‘জানা অজানা মহাবিশ্ব ইতিহাসও ঐতিহ্য’, জাগো নারী বহ্নিশিখা’ বইগুলো পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। আবরার পাবলিকেশনসে বেশি বিক্রি হচ্ছে ইশরাক শুভর ‘সাইকো-২’ ‘প্যারা নরমাল’ বইটি। ডেল কার্নেগির ‘বক্তৃতা শিখবেন কীভাবে’, ‘বড় যদি হতে চান’ বই দুটি। আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটির বিক্রি ভালো।
অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ভালোবাসার রঙে গতকাল ছিল বর্ণিল। গতকাল শনিবার সরকারি ছুটির দিনটিতে বইপ্রেমী ও দর্শণার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তরুণীদের অনেকেরই পরনে ছিল লাল, বাসন্তী, সাদা, নীল রঙের শাড়ি-থ্রিপিস। বিভিন্ন বয়সি পুরুষেরা পরেন নানা রঙের পাঞ্জাবি।
প্রকাশক, পাঠক, বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন প্রতিদিন মেলায় ভিড় বাড়ছে। এদিকে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে প্রতিদিনই নতুন-পুরোনো লেখকদের অসংখ্য নতুন বই জমা পড়ছে। গতকাল মেলার ১৫তম দিনে জমা পড়ে ১৭৫টি বই। শুক্রবার ১৪তম দিনে জমা পড়ে ২৫০টি। এ পর্যন্ত গত ১৫ দিনে মোট এক হাজার ৪২৭টি নতুন বই জমা পড়েছে।
শিশু চত্বরে টুনটুনি প্রকাশনের ৯৪১ নম্বর স্টলে সৈয়দ আবদাল আহমদ সংকলিত ‘চিরকালের ছড়া কবিতা’ বইটির বিক্রি ভালো হচ্ছে। বইটির প্রকৃত মূল্য ৫০০ টাকা হলেও ২৫ শতাংশ ডিসকাউন্টে ৩৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
সৈয়দ আবদাল আহমদ সম্পাদিত ‘চাঁদের মানুষ’ বইটিও খুদে পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। লেখক ইলিয়াস হোসেনের লেখা ‘আবিষ্কারের মজার কথা’ বইটি গতবারের মতো এবারও শিশু ক্রেতারা বেশ আগ্রহের সঙ্গে কিনছেন। বইটির মূল্য ৩৫০ টাকা। এ ছাড়াও জাহেদ চৌধুরী সম্পাদিত ‘রহস্যময় এলিয়েন’ বইটির অনেক চাহিদা রয়েছে। দাম ১৫০ টাকা।
জনপ্রিয় লেখক ও কবি আল মাহমুদের লেখা ‘মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বইটি আশানুরূপ বিক্রি হচ্ছে বলে জানান টুনটুনি প্রকাশনের বিক্রয়ের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম। তিনি আরো জানান, কবি হাসান হাফিজ সম্পাদিত ‘বিশ্বসেরা রূপকথা’ বইটিও শিশুরা অনেক কিনছেন। মহাকালে লেখক মৃধা মনিরুজ্জামানের নতুন শিশুতোষ ইসলামি বই ‘আমার নবী বিশ্বনবী মুহাম্মদ (সা.) এবং ‘আল্লাহ আমার রব’ বই দুটির বিক্রি ভালো। দাম ১৫০ টাকা।
এমদাদুল হক চৌধুরীর লেখা কোরআন-হাদিসের আলোকে মহানবী (সা.)-এর চিকিৎসা পদ্ধতি ‘চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান এবং মহানবী (সা.)-এর চিঠি চুক্তি ভাষণ’ বইটি সব বয়সি পাঠকরা কিনছেন। দাম ৪০০ টাকা।
এ ছাড়াও মহাকালের শিশু-কিশোরদের জন্য লেখা মুনীর ফিরোজের বিজ্ঞানের বই ‘স্টুডেন্ট’স নজেল’ বইটি ভালো চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রেষ্ঠ কিশোর গল্প’ বইটি পাঠকরা পছন্দ করছেন। মহকালের স্বত্বাধিকারী মুনিরুজ্জামান আমার দেশকে বলেন, মেলায় পাঠকরা আসছেন, মেলা ইতোমধ্যে জমে উঠেছে। বেচাবিক্রিও সন্তোষজনক।
পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসের সামনে আমার দেশ প্রতিবেদকের সঙ্গে কথা হয় রাজধানীর শাহজাহানপুর থেকে আসা মনি আখতারের সাথে। তার বাচ্চারা মেলায় আসতে পছন্দ করে। মেয়ে খাদিজা এবং ছেলে হৃদয় ভূত এবং কার্টুনের বই পছন্দ করে। তিনি পছন্দ করেন কবিতা এবং উপন্যাসের বই। আজ মেলায় প্রথমে এলেও দ্বিতীয়বার ২১ ফেব্রুয়ারির দিনও মেলায় আসবেন বলে জানালেন তিনি। পিয়াল এবার নতুন এনেছে সৈয়দা নাজমুন নাহারের লেখা ‘মেঘ ডুবি গাঁ’ বইটি। আমার দেশের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তার বইটি তরুণ পাঠকরা কিনছেন। তবে মেলায় এবার দর্শনার্থী বেশি, বই কেনার ক্রেতা কম বলে জানান তিনি।
অমর একুশে বইমেলার ১৫তম দিন গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে মেলা শুরু হয় বেলা ১১টার পরিবর্তে বেলা ২টায়। এ নিয়ে দুটি শনিবার মেলার সময় কমিয়ে দেওয়া হলো। শিশুরা এ সময়টাতে মেলায় আসে। তাদের কারো কারো কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
জলছবি প্রকাশনের স্টলে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। এগুলোর মধ্যে কে এম আব্দুল মোমিনের লেখা ‘বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস’, হুসনুন নাহার নার্গিসের ‘পৃথিবীর পথে পথে ভ্রমণ কাহিনী’, তাসনুভা সোমার ‘অদ্ভুতনামচা-ননফিকশন’, ‘ধূপছায়া-গল্প সংকলন’ রেহানা সুলতানার ‘অনুভূতিরা বর্ণিল কবিতা’, তৌহীদে ইলাহী রানার ‘মাঝে মাঝে বৃষ্টি ভালো’, হুসনুন নাহার নার্গিসের ‘বিস্ময়কর মিশরীয় সভ্যতা’ একই লেখকের লেখা ‘জানা অজানা মহাবিশ্ব ইতিহাসও ঐতিহ্য’, জাগো নারী বহ্নিশিখা’ বইগুলো পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। আবরার পাবলিকেশনসে বেশি বিক্রি হচ্ছে ইশরাক শুভর ‘সাইকো-২’ ‘প্যারা নরমাল’ বইটি। ডেল কার্নেগির ‘বক্তৃতা শিখবেন কীভাবে’, ‘বড় যদি হতে চান’ বই দুটি। আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটির বিক্রি ভালো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
২৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
২ ঘণ্টা আগে