মাসব্যাপী অমর একুশে বইমেলায় প্রতিদিনই প্রচুর লোক সমাগম হচ্ছে। রোদের উত্তাপ আর বৃষ্টি না থাকায় মেলার পরিবেশ ক্রমেই উষ্ণ হয়ে উঠছে। এই একটি মাস সামনে রেখে সারা বছর লেখকরা লেখালেখি করেন।
প্রকাশকরা বিনিয়োগ করেন বড় অঙ্কের পুঁজি। পাঠকরাও একটি আনন্দময় সময়ের প্রতীক্ষায় থাকেন। তবে এবারের বইমেলায় অধিকাংশই দর্শনার্থী। বইপ্রেমী পাঠক উপস্থিতি এখনো অনেক কম। তাই বইয়ের বিক্রিও সেভাবে হচ্ছে না বলে আমার দেশ প্রতিবেদকের কাছে অনেক প্রকাশকই হতাশা ব্যক্ত করেছেন।
অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক জহুরা বেগম বলেন, বই কেনার ক্রেতা নেই। বেশির ভাগ মানুষই মেলায় ঘুরতে আর সেলফি তুলতে আসে। বই বিক্রি হচ্ছে কম। তবে ছুটির দিনগুলোতে বইয়ের বিক্রি ভালো হয়।
শোভা স্টলে প্রকাশক মিজানুর রহমান জানান, মেলায় এখনো প্রকৃত পাঠক আসেনি। অবাধে বিভিন্ন ধরনের খাবার জিনিস নিয়ে হকাররা ঢুকে মেলার পরিবেশ নষ্ট করছে। মেলার পরিসর এবার বেশ পরিচ্ছন্ন।
গতকাল রোববার মেলার ১৬তম দিনে নতুন বই এসেছে ১০৪টি। গত ১৬ দিনে বই এসেছে মোট ১ হাজার ৫৩১টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে কথা প্রকাশ এনেছে আহমাদ মোস্তাফা কামালের গল্প রূপ নারানের কূলে; ঐতিহ্য এনেছে আলতাফ শাহনেওয়াজের কবিতার বই ‘তবু আমরা জেগে থাকবো’ বইটি। মাওলা ব্রাদার্স এনেছে সিরাজ উদ্দিন সাথীর ‘মুক্তিযুদ্ধের ভিতর বাহির’ সনৎ কুমার সাহার ‘বাস্তবতার মাত্রাবিচার: সাহিত্য বিষয়ক কয়েকটি প্রবন্ধ’ দ্বিজেন শর্মার ‘ভারতবর্ষের ইতিহাস’ এমএ মাসুমের ‘আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিময় ও অর্থায়ন’ বইটি।
পাঠাও-এর ‘অগ্রযাত্রায় অগ্রদূত’ বইয়ের মোড়ক উন্মোচন
পাঠাও-এর দশম বছরে পদার্পণ উপলক্ষে গতকাল একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৪টায় ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ, অন্য কর্মকর্তারা এবং বইটির লেখকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের দারুণভাবে সহযোগিতা করেছে পাঠাও। বিশেষ করে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র নেতাদের অনেককেই তার বাসায় রেখে সহযোগিতা করেছেন। যদি ছাত্রদের বিজয় না হতো তবে আজ ফাহিম আহমেদেকে হয়তো আয়নাঘরের মতো কোনো বন্দিশালায় থাকতে হতো।
শফিকুল আলম আরো বলেন, এমন একসময় আসবে যখন দেশের ৯০ হাজার গ্রামকে পাঠাও তাদের সেবা দিয়ে কানেক্ট করতে পারবে। একুশের বইমেলার স্টুডেন্ট ওয়েজ প্রকাশনীর ১০ নম্বর স্টল ছাড়াও শপ, বুকওর্ম, রকমারি, বাতিঘর, পিবিএসসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘অগ্রযাত্রার অগ্রদূত’ বইটি পাওয়া যাবে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে এই বই।
আফরোজা আক্তার সীমার লেখা ‘মুক্তরি দ্বারপ্রান্তে যে ছবি কথা বলে’ বইয়ের মোড়ক উন্মোচন
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের জলধি স্টলে সন্ধ্যা ৬টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাফিজকে নিয়ে লেখা আফরোজা আক্তার সীমার লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ নাফিজের মা এবং বড় ভাই। এ সময় তারা নাফিজ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

