আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবদুল করিমের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

আমার দেশ অনলাইন
আবদুল করিমের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমি।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সেমিনারে সূচনা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আবদুল করিম সাহিত্যবিশারদ ও তার অনুবর্তীরা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।

আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নেহাল করিম এবং অধ্যাপক সুমন সাজ্জাদ।

সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন