আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঠকদের পছন্দের তালিকায় কবিতার বই

এমরানা আহমেদ
পাঠকদের পছন্দের তালিকায় কবিতার বই

পুরোদমে জমে উঠেছে প্রাণের মেলা। এরই মধ্যে বইপ্রেমী পাঠকও প্রবেশ করেছে মেলায়। লেখক পাঠকদের উপস্থিতিও বেড়েছে বহুগুণ। ক্রমেই শেষ হয়ে আসছে বইকে ঘিরে প্রাণের এই মিলনমেলা। প্রতিদিনই তারা এক স্টল থেকে অন্য স্টলে তাদের পছন্দের বই খুঁজতে ব্যস্ত সময় পার করছেন। যখনই পাচ্ছেন তখনই দেরি না করে তড়িঘড়ি কিনে ফেলছেন।

সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলায় বিভিন্ন স্থানে দলবেঁধে অনেকেই আড্ডায় মেতেছেন। গল্প-গানে আড্ডায় তারা আনন্দময় সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার নতুন প্রজন্মের পাঠকদের অনেককেই দেখা গেছে কবিতার বই কিনতে। ছন্দে ছন্দে জীবনের কথাগুলো খুব সহজেই কবিতার ভাষায় প্রকাশ পায় বলে কবিতার বইগুলো তাদের পড়তে ভালো লাগে বলে জানালেন মেলায় আসা অনেক তরুণ পাঠক। অনেক পাঠকই আবার বলেছেন খুব তাড়াতাড়ি বই পড়ে শেষ করা যায় বলেও কবিতার বই তরুণ-পাঠকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বইমেলায় পাঠকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কবিতার বইগুলো। এর পরের অবস্থানে রয়েছে গল্পগ্রন্থ ও উপন্যাস। বিভিন্ন স্টলের বিক্রিয়কর্মী এবং উপস্থিত প্রকাশকদের সঙ্গে কথা বলেও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। গতকাল ১৮তম দিনে মেলায় এসেছে নতুন ৭৯টি বই। এর মধ্যে কবিতা ২৩টি, গল্প ১১টি এবং উপন্যাস ১৬টি।

গতকাল বইমেলায় এসেছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের লেখা নতুন বই ‘হাসিনার ফ্যাসিবাদ: নির্বাসন থেকে দেখা’ বইটি। এটি প্রকাশ করেছে মহানগর পাবলিকেশন্স। মহানগরের ৭৭৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বইটি উৎসর্গ করা হয়েছে ‘মহান জুলাই বিপ্লবের শহীদদের উদ্দেশ্যে।

বেহুলা বাংলা প্রকাশনা এনেছে মাকুসদা রহমানের কবিতা সংগ্রহ। লেখা প্রকাশন থেকে বের হয়েছে রোকেয়া মুত্রীর শেকড়ে ফোড়ন বইটি। মেলায় এসেছে প্রণব মজুমদারের কবিতা বাড়ি কবিতার বইটি।

মেলায় ইতি প্রকাশনী এনেছে সম্পাদক মাকসুদা হাবীবার লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি। লেখিকা বইটিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে তারেক রহমানকে তুলে ধরেছেন। জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিয়মিতভাবে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশকে তারেক রহমান যে সঠিকভাবে দিকনির্দেশনা গেছেন, মূলত সেগুলোর সম্মিলন বলা যায় এই প্রচেষ্টাকে।

বইমেলার মূলমঞ্চে গতকাল বিকালে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারানা নূপুর। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি হাসান হাফিজ এবং গবেষক খান মাহবুব। কবিতা আবৃত্তি করেন কবি মো. ফজলুল হক এবং কবি আশিকুল কাদির। গতকাল ছিল মো. মিজানুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ এবং সবুজ শামীম আহসানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টিবন্ধন’-এর পরিবেশনা।

বইমেলায় হচ্ছে লেখক পাঠকদের মিলনমেলাও। অনেক পাঠক পছন্দের লেখকের বই খুঁজে অটোগ্রাফও নিচ্ছেন। গতকাল মেলায় এসেছেন লেখক মনি হায়দার। এ বছর মেলায় তার পাঁচটি বই আসার কথা রয়েছে। মেলায় এসেছেন কিশোর সৃজন। সে সায়েন্স ফিকশন, ভ্রমণ বা রোমাঞ্চকর বই খুঁজছে। সে বলে, মেলায় এসে বেশ ভালো লাগছে। আমার পছন্দ বৈজ্ঞানিক কল্পকাহিনি। সে রকম বই খুঁজছি। মেলায় এসেছে শিশুরাও শিশু প্রাঙ্গণে ঘুরে ঘুরে নানা ধরনের বই দেখে। অধিকাংশ বই ভিন্ন গল্পের বই। মেলার এ অংশটিও প্রতিদিনই বেশ জমজমাট থাকছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন