স্টাফ রিপোর্টার
রবিউল আউয়াল— এ মাসেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, ওফাত ও হিজরতের ঘটনা সংঘটিত হয়েছে। ইসলামের ইতিহাসে তাই রবিউল আউয়াল মাস বহন করে বিশেষ তাৎপর্য।
সম্প্রতি প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আল মাহী উল মুলক’। এটি নবীজির কোনো ধারাবাহিক জীবনীগ্রন্থ নয়; বরং তার জীবনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করার মানবীয় প্রয়াস। লেখক নবীর জীবনের শিক্ষা ও মূল্যবান মুক্তাগুলো পাঠকের সামনে তুলে ধরেছেন নতুন দৃষ্টিভঙ্গিতে।
এ বছরের সেপ্টেম্বর মাসে রবিউল আউয়াল মাসের একটি ভিন্নতর তাৎপর্য ছিল। কারণ, ৬২২ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় দীর্ঘ ১৩ বছরের দাওয়াতি সংগ্রামের পর প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে সঙ্গে নিয়ে মৃত্যুর সমন মাথায় করে মক্কা থেকে মদীনায় হিজরত করেন, তখনও সেটি ছিল রবিউল আউয়াল এবং একই সঙ্গে খ্রিস্টীয় সেপ্টেম্বর মাস। ২০২৫ সালে আবারো সূর্য-চন্দ্র ক্যালেন্ডার মিলিয়ে সেই একই সময়ে এই মাস আমাদের সামনে হাজির হয়েছিল।
নবীর হিজরত ও মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিছক কোনো মানবীয় প্রচেষ্টা ছিল না; বরং এটি ছিল আল্লাহর নির্দেশিত নবুয়াতি মিশন। সমাজের কুফর, শির্ক ও তাগুতকে উৎখাত করে আল্লাহর একত্ববাদ ও হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামই ছিল এর অন্তরস্থ শক্তি। তাই তিনি “আল মাহী”—যিনি শির্ক ও কুফরকে উৎখাত করেন। আর তাঁর দেখানো পথেই তাঁর উম্মত দীক্ষিত হয়েছে একটি বৈশ্বিক রাজনৈতিক সংগ্রামে। এ কারণেই তাঁকে বলা হয় “আল মাহী উল মুলক”।
এ বইয়ের মূল আলোচ্য বিষয় হলো সেই মহান হিজরত, নবীর আল্লাহনির্দেশিত মিশন এবং শির্ক ও কুফরবিরোধী সংগ্রামের ব্যাখ্যা।
বইটির পাতায় পাতায় পাঠক খুঁজে পাওয়া যাবে, নবীর জীবনকে নতুনভাবে জানার অনুপ্রেরণা। লেখকের আকাঙ্ক্ষা— আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর জীবন গভীরভাবে জানার তৌফিক দান করেন, সিরাতের মাসে আমাদের জীবনকে নবীর জীবনের সাথে সম্পৃক্ত করেন এবং তার দরবারে এই সীমিত প্রচেষ্টা কবুল করেন।
বইটির শেষ অংশে লেখক আবেগভরা কণ্ঠে লিখেছেন— বুকের মাঝে নেই সাগরের গভীরতা, বুকে আছে নবীর প্রতি ভালোবাসা। বিচারের দিনে পাবো প্রিয় রাসুলের শাফায়াত, মনে আছে সেই প্রত্যাশা।
বইটি ইলান নূর থেকে প্রকাশিত হয়েছে, এবারের ইসলামী বই মেলায় পাওয়া যাচ্ছে।
রবিউল আউয়াল— এ মাসেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, ওফাত ও হিজরতের ঘটনা সংঘটিত হয়েছে। ইসলামের ইতিহাসে তাই রবিউল আউয়াল মাস বহন করে বিশেষ তাৎপর্য।
সম্প্রতি প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আল মাহী উল মুলক’। এটি নবীজির কোনো ধারাবাহিক জীবনীগ্রন্থ নয়; বরং তার জীবনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করার মানবীয় প্রয়াস। লেখক নবীর জীবনের শিক্ষা ও মূল্যবান মুক্তাগুলো পাঠকের সামনে তুলে ধরেছেন নতুন দৃষ্টিভঙ্গিতে।
এ বছরের সেপ্টেম্বর মাসে রবিউল আউয়াল মাসের একটি ভিন্নতর তাৎপর্য ছিল। কারণ, ৬২২ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় দীর্ঘ ১৩ বছরের দাওয়াতি সংগ্রামের পর প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে সঙ্গে নিয়ে মৃত্যুর সমন মাথায় করে মক্কা থেকে মদীনায় হিজরত করেন, তখনও সেটি ছিল রবিউল আউয়াল এবং একই সঙ্গে খ্রিস্টীয় সেপ্টেম্বর মাস। ২০২৫ সালে আবারো সূর্য-চন্দ্র ক্যালেন্ডার মিলিয়ে সেই একই সময়ে এই মাস আমাদের সামনে হাজির হয়েছিল।
নবীর হিজরত ও মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিছক কোনো মানবীয় প্রচেষ্টা ছিল না; বরং এটি ছিল আল্লাহর নির্দেশিত নবুয়াতি মিশন। সমাজের কুফর, শির্ক ও তাগুতকে উৎখাত করে আল্লাহর একত্ববাদ ও হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামই ছিল এর অন্তরস্থ শক্তি। তাই তিনি “আল মাহী”—যিনি শির্ক ও কুফরকে উৎখাত করেন। আর তাঁর দেখানো পথেই তাঁর উম্মত দীক্ষিত হয়েছে একটি বৈশ্বিক রাজনৈতিক সংগ্রামে। এ কারণেই তাঁকে বলা হয় “আল মাহী উল মুলক”।
এ বইয়ের মূল আলোচ্য বিষয় হলো সেই মহান হিজরত, নবীর আল্লাহনির্দেশিত মিশন এবং শির্ক ও কুফরবিরোধী সংগ্রামের ব্যাখ্যা।
বইটির পাতায় পাতায় পাঠক খুঁজে পাওয়া যাবে, নবীর জীবনকে নতুনভাবে জানার অনুপ্রেরণা। লেখকের আকাঙ্ক্ষা— আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর জীবন গভীরভাবে জানার তৌফিক দান করেন, সিরাতের মাসে আমাদের জীবনকে নবীর জীবনের সাথে সম্পৃক্ত করেন এবং তার দরবারে এই সীমিত প্রচেষ্টা কবুল করেন।
বইটির শেষ অংশে লেখক আবেগভরা কণ্ঠে লিখেছেন— বুকের মাঝে নেই সাগরের গভীরতা, বুকে আছে নবীর প্রতি ভালোবাসা। বিচারের দিনে পাবো প্রিয় রাসুলের শাফায়াত, মনে আছে সেই প্রত্যাশা।
বইটি ইলান নূর থেকে প্রকাশিত হয়েছে, এবারের ইসলামী বই মেলায় পাওয়া যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪১ মিনিট আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
২ ঘণ্টা আগে