বিআইডব্লিউটিএ ২১৪ কর্মী নিয়োগ দেবে

চাকরি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫: ১১

নবম গ্রেড থেকে ২০তম গ্রেডে ৩০ ধরনের পদে মোট ২১৪ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১৫ অক্টোবর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। অনলাইনে আবেদন ৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

বিআইডব্লিউটিএ শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে ৮ অক্টোবর থেকে।

আবেদনের বয়সসীমা

১৫/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪নং কলাম অনুযায়ী হতে হবে। সাধারণত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে, তবে কিছু পদের জন্য বয়সসীমা ভিন্ন হতে পারে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগসংক্রান্ত ওয়েবপোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।

আবেদন ফি

১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০টা থেকে

  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ইউজার আইডি প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে।
  • পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে, যা পরবর্তী সময়ে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে। আবেদনের বিস্তারিত তথ্যে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত