আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেসরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু

আমার দেশ অনলাইন

বেসরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরই মধ্যে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসাবে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের কিছু বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব পদের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

যাচাই শেষে দেখা যায়, প্রাপ্ত তথ্যের মধ্যে ৬৮ হাজার পদই প্রকৃত শূন্য পদ। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক পদ পূরণ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন এনটিআরসিএ সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন