সরকারি ১০ ব্যাংকে ৮৮০ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৭: ২১
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানে মোট এক হাজার ৮৮০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত এই সমন্বিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক পদে কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সোনালী ব্যাংকে ২২৬টি, রূপালী ব্যাংকে ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৩৯টি, বেসিক ব্যাংকে ৫০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৮টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি, কর্মসংস্থান ব্যাংকে ৮টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে ১৭টি পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

২০২৫ সালের ১ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, আর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অন্তত একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তারা ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত