আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকার বিভিন্ন প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট

স্টাফ রিপোর্টার

ঢাকার বিভিন্ন প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট
ছবি: সংগৃহীত।

ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজ থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট পরিচালিত হচ্ছে।’

বিজ্ঞাপন

রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে জুলাই ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। এদিকে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ইন্ডিয়ান হাইকমিশনের গেটে। ওইদিন দুপুর থেকেই পুলিশ সদস্যদের উপস্থিত দেখা যায়। এই ছাড়া কানাডিয়ান হাইকমিশনের গেটেও মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সদ্যসরা।

এ বিষয়ে গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মদ মাসুদ বলেন, জুলাই ঐক্যর ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমাদের এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাড্ডা লিংক রোডেও পুলিশের অবস্থান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন