আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের নির্বাচন বিষয়ক দক্ষতা উন্নয়নে পিআইবির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের নির্বাচন বিষয়ক দক্ষতা উন্নয়নে পিআইবির প্রশিক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে দুই দিনব্যাপী ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়, শুক্রবার ছিল সমাপনী দিন। এ প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।

সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহযোগিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নির্বাচনি আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলা, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণের প্রথম দিন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কারকারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা। তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।

প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক ও সহ সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন