২৭ বছরের সমস্যা ১বছরে সমাধান চাপিয়ে দিবেন না: পার্বত্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮: ৫৭
পার্বত্য উপদেষ্টা

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়ে যে জিনিসটা আমরা ২৭ বছরে করতে পারিনি, তা দয়া করে আমাদেরকে এক বছরে চাপিয়ে দিবেন না। কিন্তু আমাদের সবার মনে একটিই লক্ষ্য পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা। আপনারা সবাই আন্তরিক হলে শান্তি ফিরে আসবে।

তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের উন্নয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি বাজেটের সুষম বণ্টন ও বরাদ্দের যৌক্তিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে আরো বলেন, উন্নয়নের জন্য আগে জানতে হবে কোথায় কোন জায়গায় কী প্রয়োজন।

বিজ্ঞাপন

সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মর্যাদাসম্পন্ন ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার সম্ভাবনার কথাও তিনি ব্যক্ত করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য অ্যাড.আবুল কালাম, লাল জার বম, খামলাই ম্রো, মোহাম্মদ নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, রাজু ময় তঞ্চঙ্গ্যাসহ সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও উপকারভোগী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত