আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মুক্ত রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার

স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মুক্ত রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার

জুলাই গণঅভ্যত্থানের মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতা’ মুক্ত রাষ্ট্র গঠন বলে জানিয়েছেন লেখক ও গবেষক কবি ফরহাদ মজহার।

শনিবার রাজধানীর বাড়িধারা ডিইউএইচএস সিরাজুল আলম খান সেন্টারের সেমিনার হলে যুব বাঙালি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মরণ’ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, দেশ পরিচালনায় বৈষম্য দূর করতে আমাদের পূর্বপুরুষেরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা উত্তর কালে তৎকালীন ক্ষমতাসীনরা আবার বৈষম্যমূলক ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পূর্ণ বহাল করে। অভ্যন্তরীণ পরাধীনতার এই শৃঙ্খলা ভেঙে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম গড়ে তোলেন প্রজন্মের পর প্রজন্ম।

বক্তারা আরো বলেন, ইতিহাসের পাতায় আমরা দেখি, ১৯৭২-৭৫ সালের ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৭৬ থেকে ১৯৯০ পর্যন্ত সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে দলীয় শাসন বিরোধী আন্দোলনের পথ পরিক্রমায় ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বৈষম্যমূলক শাসনব্যবস্থা বিরুদ্ধে এক জাগরণ। এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা শহীদ আসিফ ইকবাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন