
জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি স্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন করেছে।
২০ এপ্রিল জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, টেলিকম সেক্টরে জনবল নিয়োগ, পদোন্নতি, প্রকল্প বাস্তবায়ন, লাইসেন্স ব্যবস্থাপনা, পরামর্শক নিয়োগ, নীতিগত বৈষম্য ও সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনাসহ সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির দিকগুলো পর্যালোচনার জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে। সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও BdREN-এর CTO এখলাস উদ্দিন আহমেদ, এবং প্রযুক্তি উদ্যোক্তা ও Surjomukhi Limited-এর CEO ফিদা হক। গবেষণা সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।
এই টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি বা অনিয়ম পর্যালোচনা, নীতিগত বৈষম্য ও অব্যবস্থাপনা নিরূপণ, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অনিয়ম খতিয়ে দেখা, লাইসেন্স ব্যবস্থাপনায় জবাবদিহি যাচাই, সামাজিক দায়বদ্ধতা তহবিল ও ব্যবস্থাপনার স্বচ্ছতা মূল্যায়ন।
টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখা। প্রতিটি সভার জন্য সদস্যদের বিধি মোতাবেক সম্মানী দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গঠিত এই টাস্কফোর্সের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি স্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন করেছে।
২০ এপ্রিল জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, টেলিকম সেক্টরে জনবল নিয়োগ, পদোন্নতি, প্রকল্প বাস্তবায়ন, লাইসেন্স ব্যবস্থাপনা, পরামর্শক নিয়োগ, নীতিগত বৈষম্য ও সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনাসহ সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির দিকগুলো পর্যালোচনার জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে। সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও BdREN-এর CTO এখলাস উদ্দিন আহমেদ, এবং প্রযুক্তি উদ্যোক্তা ও Surjomukhi Limited-এর CEO ফিদা হক। গবেষণা সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।
এই টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি বা অনিয়ম পর্যালোচনা, নীতিগত বৈষম্য ও অব্যবস্থাপনা নিরূপণ, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অনিয়ম খতিয়ে দেখা, লাইসেন্স ব্যবস্থাপনায় জবাবদিহি যাচাই, সামাজিক দায়বদ্ধতা তহবিল ও ব্যবস্থাপনার স্বচ্ছতা মূল্যায়ন।
টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখা। প্রতিটি সভার জন্য সদস্যদের বিধি মোতাবেক সম্মানী দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গঠিত এই টাস্কফোর্সের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন নুরজাহান বেগম। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এখনও আওয়ামী লীগের সাবেক এমপি জাহিদ মালেকের নাম দেখা যাচ্ছে।
২২ মিনিট আগে
ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে আটজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করেছে সরকার।
১ ঘণ্টা আগে
তবে নির্বাহী আদেশে যে সরকারি ছুটি দেওয়া হয়, সেটি মূলত নির্দিষ্ট শ্রেণির লোকদের জন্য। এটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। নির্বাহী আদেশের ছুটি মূলত সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত
১ ঘণ্টা আগে
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে।
২ ঘণ্টা আগে