
অর্থনৈতিক রিপোর্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আর মাত্র কয়েকটা মাস আছি। এ সময়ের মধ্যে দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চাই, যাতে সামনে যারা ক্ষমতায় আসবে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, সদস্য জি. এম. আবুল কালাম কায়কোবাদ। অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য মোতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাইরে আমাদের ইমেজ খুবই ভালো। আমরা যেভাবে এগোচ্ছি তাতে সবাই সমর্থন দিচ্ছে। আমাদের নানা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা ভালো করছি, যা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে। আগামীতে আমরা যাতে দ্রুত এগিয়ে যেতে পারি, সেভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
এনবিআর পৃথকীকরণের আন্দোলনের প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, ওই সময় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা আমি ভুলে গেছি। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যক্তিগতভাবে পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন শুরু হওয়ার পর এক-দেড় মাস অপেক্ষা করেছি, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেইনি।
এখানে প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে তিন মাস ধরে টানা আন্দোলন করেন এনবিআরের শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনে জড়িত থাকার দায়ে ৩০ জনের মতো কর্মকর্তাকে বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্দোলনের ওই প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে অনেকের হয়তো ভিন্ন পারসেপশন ছিল। যাই হোক, ব্যাপারটা কতটা মিটিগেট করা যায় সেটা দেখবো। তিনি বলেন, পরিবেশ যদি ভালো না হয় তাহলে কর্মস্পৃহা কমে যাবে। এনবিআরের কর্মকর্তাদের প্রতি কোন ক্ষোভ নেই বলে জানান উপদেষ্টা।
রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের সফট স্কিল বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। এজন্য দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রম করতে হবে।
এসআর

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আর মাত্র কয়েকটা মাস আছি। এ সময়ের মধ্যে দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চাই, যাতে সামনে যারা ক্ষমতায় আসবে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, সদস্য জি. এম. আবুল কালাম কায়কোবাদ। অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য মোতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাইরে আমাদের ইমেজ খুবই ভালো। আমরা যেভাবে এগোচ্ছি তাতে সবাই সমর্থন দিচ্ছে। আমাদের নানা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা ভালো করছি, যা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে। আগামীতে আমরা যাতে দ্রুত এগিয়ে যেতে পারি, সেভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
এনবিআর পৃথকীকরণের আন্দোলনের প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, ওই সময় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা আমি ভুলে গেছি। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যক্তিগতভাবে পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন শুরু হওয়ার পর এক-দেড় মাস অপেক্ষা করেছি, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেইনি।
এখানে প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে তিন মাস ধরে টানা আন্দোলন করেন এনবিআরের শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনে জড়িত থাকার দায়ে ৩০ জনের মতো কর্মকর্তাকে বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্দোলনের ওই প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে অনেকের হয়তো ভিন্ন পারসেপশন ছিল। যাই হোক, ব্যাপারটা কতটা মিটিগেট করা যায় সেটা দেখবো। তিনি বলেন, পরিবেশ যদি ভালো না হয় তাহলে কর্মস্পৃহা কমে যাবে। এনবিআরের কর্মকর্তাদের প্রতি কোন ক্ষোভ নেই বলে জানান উপদেষ্টা।
রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের সফট স্কিল বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। এজন্য দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রম করতে হবে।
এসআর

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
মধুপুরের পীর ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ বলেছেন, হারাম ও কোনো বাতিলের সঙ্গে আপস নেই। এখানে বিএনপি ও জামায়াতের নেতারা এসেছিলেন। তাদেরকে বলেছি-আপনারা যদি ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি আজ থেকে কার্যত সম্পন্ন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস’ ফোরামের সহযোগিতায় ঢাকার ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে