আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় আইজিপি

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না

আতিকুর রহমান নগরী

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, যদিও এখন পর্যন্ত বিতর্কিতদের তালিকা করা হয়নি। তবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) তাদের চিহ্নিত করছেন।

তিনি বলেন, মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও চাচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক আছে। তাই পুলিশ নিজের ইচ্ছায় প্রশিক্ষিত হচ্ছে। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন