আসিয়ানের সংসদীয় মানবাধিকার সদস্যদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৯
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৪

আসিয়ানভুক্ত দেশসমূহের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) একটি আট সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্পে পৌঁছায়। সফরের সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাদের সাথে ছিলেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েল এবং এপিএইচআরের চারজন কর্মকর্তা।

প্রতিনিধি দলটি প্রথমে ক্যাম্প ইনচার্জদের (CiC) সঙ্গে মতবিনিময় করেন। এরপর রোহিঙ্গা ভোটে নবনির্বাচিত কনসাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের পাঁচ সদস্য এবং রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে এক বৈঠকে অংশ নেন।

বৈঠকে উপস্থিত রোহিঙ্গা নেতা ও কনসাল্টেটিভ কাউন্সিলের সভাপতি সৈয়দ উল্লাহ জানান, বৈঠকে মালয়েশিয়া ও অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তি, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পরে ১৮ নম্বর ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (RCMC) ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

এর আগে গত ৩১ আগস্ট (রবিবার) সন্ধ্যায় প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছায়। পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে ‘রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়। একই দিন তারা জাতিসংঘের সংস্থাগুলো এবং রোহিঙ্গা সংকটে কাজ করা দেশি-বিদেশি সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত