প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে: সিইসি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১: ৪৪
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২: ২০

প্রধান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। আপনাদের ক্ষমতা শতভাগ প্রয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগের আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় কোথাও গণ্ডগোল হলে সাথে সাথে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দিবেন। প্রয়োজনে পুরো নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারেন। আপনারা অবস্থা বুঝে সিদ্ধান্ত নিবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত