‘শ্রাবণ বিদ্রোহ’ প্রিমিয়ার শোতে থাকছেন যেসব উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪: ৩০

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই শো। অনুষ্ঠানটির আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়ার শো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত