আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৬ দেশ ও ৭ সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার

২৬ দেশ ও ৭ সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে ইসির চিঠি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন চিঠি পাঠিয়েছেন বলে তথ্য দিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

বিজ্ঞাপন

এসব ব্যক্তিদের আসা-যাওয়ার খরচসহ পাঁচ দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউ জিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ এর নির্বাচন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধান কিংবা প্রধান নির্বাচন কর্মকর্তাসহ দুই প্রতিনিধির জন্য প্রয়োজনীয় সব খরচ ইসি বহন করবে বলে চিঠিতে বলা হয়েছে। গত ৩০ ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। এর আগে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘ধাপে ধাপে ১৭৫ থেকে ২০০ জন’ পর্যবেক্ষক পাঠাবে।

এছাড়া স্বউদ্যোগে কিছু সংস্থা থেকে পর্যবেক্ষণের বিষয়ে প্রস্তাব এসেছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধিত রয়েছে। তাদের ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নীতিমালা মেনে ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে।

২০০৮ সাল থেকে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চালু করে ইসি; এখন এসব সংস্থাকে পাঁচ বছরের জন্য ভোট পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন