মব ভায়োলেন্স কোনোভাবেই মানা হবে না: র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৩: ১০
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬: ১০

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রাথমিক ছায়া তদন্তে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

শনিবার সকালে রাজধানীর কারওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে আইনের আওতায় আনার অব্যাহত চেষ্টা চলছে।

তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কোন দলের, কোন গ্রুপের তা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবো। এ খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, মব ভায়োলেন্স কোনোভাবেই মানা হবে না। র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত