জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বড় সুযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৪: ৪৮
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে একটি বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে তিনি একটি ‘বড় সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন, যা রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই ও প্রকৃত সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

এই সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংলাপ। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৫০টি দেশ ও জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান বলেন, ‘এই সম্মেলন শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও একটি বড় সুযোগ। এতে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত