জুলাই সনদ স্বাক্ষর আজ, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১: ৩০

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বিকেলের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে শেষ সময়েও নানা শর্ত ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই একসঙ্গে উৎসবমুখর পরিবেশে অংশ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দলটি।

তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

তবে আজ আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর হলেও রাজনৈতিক দলগুলোর জন্য এরপরও সনদে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

বৃহস্পতিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে সব দলের স্বাক্ষর নেওয়া গেলে ভালো। তবে যদি কোনো দল পরবর্তীতে সই করার কথা বলে, তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার—শরিক হিসেবে সেটা করতে পারবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত