ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতি ও জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ মে ২০২৫, ২০: ৩৮

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, তার প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ হতে প্রধান বিচারপতি তার এই অকাল প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শোকবার্তায় আরো বলা হয়, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনের তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমাদৃত ছিলেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক যুক্ত শোকবাণীতে বলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল। আমাদের জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করতেন না।

তারা বলেন, অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমানের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তার ইন্তিকালে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মত একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থী আইনজীবীর বড়ই প্রয়োজন ছিলো। আল্লাহ তাআলা তার এ শূন্যতা পূরণ করে দিন।

আরো শোক জানিয়েছেন-খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের,'ইউনাইটেড পিপলস বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত