জার্মানিতে নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন। শনিবার রাতে বার্লিনের একটি বয়স্ক নিরাময়কেন্দ্রে তার মৃত্যু হয়। দাউদ হায়দারের ভাতিজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে দাউদ হায়দার মারা গেছেন।
১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েক বছর কলকাতায় বসবাস করেন তিনি। পরে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।
চিরকুমার দাউদ হায়দার আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরে বার্লিনের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সে সময় তাকে হাসপাতালের আইসিইউতে নিতে হয়।
/এফ/

