‘হাসিনার অন্যায়ের প্রতিবাদ করেছি’-কাঠগড়ায় কাঁদতে কাঁদতে কামাল মজুমদার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৯

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কামাল আহমেদ মজুমদার বলেন, শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কোনো অন্যায় ও দুর্নীতি করিনি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত তার গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানিকালে একথা বলেন তিনি। শুনানি শেষে আদালত কামাল আহমেদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে তাকে আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

হাতকড়া পরানো হাত উঁচিয়ে আদালতকে কামাল আহমেদ মজুমদার বলেন, এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার। এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে মহিউদ্দিন হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মামলার শুনানির এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে বলেন, কেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে তাকে। দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, অথচ বাদীর খবর নাই। এক দিকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। আমার পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে। তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।

পরে এর জবাবে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, তিনি একজন ব্যবসায়ী। রাজস্ব ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান। এলাকায় অবৈধভাবে ব্যবসা করতে বিশাল সিন্ডিকেট তৈরি করে নিয়েছেন। আন্দোলনের সময় মিরপুরে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে। ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। এসব মামলার শুরুতে বাদী আসার প্রয়োজন নেই। বিচারের শুরু হলে বাদী আসবেন।

মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, এমন নিষ্ঠুর, নির্মমভাবে বাচ্চাদের খুন করা হয়েছে। পেট্রোল দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। আর উনি বলছেন মিথ্যা মামলা। এসব কথা সঠিক নয়, ফৌজদারি মামলায় যারা হুকুম দেন তারাও আসামি।

বীর মুক্তিযোদ্ধার বিষয়ে কামাল আহমেদের করা অভিযোগের বিষয়ে পিপি আরো বলেন, যারা মুক্তিযোদ্ধা , আপনাদের কারণে তাদের সম্মানহানি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের একমাত্র এজেন্সি। কেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করলেন। আর আজ বলছেন মুক্তিযোদ্ধা। এখন থেকে নিজেকে মুক্তিযোদ্ধা বলবেন না। ‘গুম, খুন ও আয়নাঘর’ এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন চলাকালে মহিউদ্দিন নামে এক ব্যক্তি রাস্তা পার করতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন৷ এছাড়াও আজ মিরপুরে রাকিব হোসেন নামে এক ব্যক্তি নিহতের আরেক মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত