স্বাস্থ্য কমিশনের পুরো প্রতিবেদনে ভালো কথা নেই: ফরহাদ মজহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৪: ২৩
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৪: ২৫
ছবি: আমার দেশ

কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, স্বাস্থ্য কমিশনের পুরো প্রতিবেদনে সত্যিকার অর্থে কোনো ভালো কথা নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য আন্দোলনের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরহাদ মজহার বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছে। এর মধ্যে স্বাস্থ্য কমিশন একটি। স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন পড়ে দেখবেন অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। পুরো স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে ভালো কথা সত্যিকার অর্থে নেই। কেন নেই? কারণ 'সবার জন্য স্বাস্থ্য' -এটাই নেই। এটিকে ফেলে দেয়া হয়েছে।

সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতের দাবি তুলে তিনি বলেন, এত বড় গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল। জনগণের চাওয়া ছিলো আগের সরকার যা করতে পারে নাই, এ সরকার সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করব, কিন্তু সেটা হয়নি।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত