৭ অক্টোবর নারী বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২২

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর দেশের গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের পরামর্শ শুনতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আর ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসবে ইসি।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। জন-সংযোগ পরিচালক বলেন, সাংবাদিকদের সঙ্গে বসার পরদিন অর্থাৎ ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইসির নির্বাচনি সংলাপ। সেদিন সকালে সুশীল সমাজের প্রতিনিধি ও বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছিল ইসি।

জানা গেছে, রাজনৈতিকদলগুলোর সঙ্গে ইসির এবারের নির্বাচনি সংলাপ হতে পারে অক্টোবরের শেষ দিকে।

উল্লেখ্য, ১/১১ সময়কার ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দেশে নির্বাচনি সংলাপ প্রথা চালু করে। সংলাপে দলগুলো ও অংশীজনদের কাছ থেকে আইনি সংস্কার, লেবেল প্লেয়িং ফিল্ড, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয়ে পরামর্শ নিয়ে থাকে ইসি।

পরে কমিশনের জন্য আমলযোগ্য পরামর্শগুলো আইনি কাঠামোয় অন্তর্ভুক্তসহ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে কাজে লাগায় ইসি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত