আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে

আমার দেশ অনলাইন
ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস ধনীর তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

তালিকায় আজিজ খানের অবস্থান আগের বছরের তুলনায় আট ধাপ পিছিয়ে ৪৯তম হয়েছে। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

২০২৪ সালের হিসাবে ফোর্বসের তালিকা অনুযায়ী, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। দুই বছরের আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন