সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস ধনীর তালিকা প্রকাশ করেছে।
তালিকায় আজিজ খানের অবস্থান আগের বছরের তুলনায় আট ধাপ পিছিয়ে ৪৯তম হয়েছে। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।
২০২৪ সালের হিসাবে ফোর্বসের তালিকা অনুযায়ী, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। দুই বছরের আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে।

