স্টাফ রিপোর্টার
নতুন টেলিকম পলিসি আইএসপি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলে দিয়েছে। এতে করে এ খাতের সম্পূর্ণ দেশীয় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। পলিসিতে মাত্র কয়েকটি সংশোধনী বা পরিবর্তন তাদের মুখে হাসি ফোটাতে পারে। বিষয়টি নিয়ে দেশীয় উদ্যোক্তারা দ্রুতই প্রধান উপদেষ্টার দারস্ত হবে।
রোববার সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, ইতোমধ্যে নীতিমালার বিষয়ে আমাদের পর্যবেক্ষণ সরকারের সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। দ্রুতই আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হবো। তারপরও দেশীয় উদ্যোক্তাদের রক্ষায় দাবিগুলো মানা না হলে তারা আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) সভাপতি আসিফ রাব্বানী বলেন, নতুন নীতিমালা গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের কোনো স্থান নেই। আগের মতো ভিওআইপি সেবার মাধ্যমে ‘গডফাদারদের’ রক্ষা করার চেষ্টা চলছে।
নীতিমালায় ছোট অপারেটরদের প্রয়োজন ও সমস্যা উপেক্ষা করা হয়েছে। আসিএক্স না থাকলে প্রতিটি এএনএসকে আলাদা রুম করতে হবে, ৯৯০টির বেশি দ্বিপক্ষীয় লিংক প্রয়োজন হবে।
আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, নতুন নীতিমালায় ন্যয্যতা ও কার্যকারিতার ধারা অস্পষ্ট। আমরা ৭টি ধারায় আমাদের সংশোধনী দিয়েছি। এরমধ্যে সিএমএসপিদের ক্যাবল ও ওয়্যাররেস উভয়ই ব্যবহারের সুযোগ দিয়ে এফপিএসপিদের বিনিয়োগ সুরক্ষা না দিয়ে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা হয়েছে।
জেলা পর্যায়ে ইন্টারনেট সেবাদাতাদের মাধ্যমে ডিজিটাল সেবা না দেওয়ার বিধান থাকায় তা স্পষ্ট গ্রাহক বৈষম্য গড়ে তোলা হয়েছে তা বাতিল করতে হবে। এনআইসিএসপিকে কেবলমাত্র ব্লাকহোলে ক্যাবল স্থাপন করতে পারবে এমন বাধ্যবাধকতা রাখতে হবে। তা না হলে যে গ্রুপটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে তাদের অনুকূলেই থেকে যাবে। ন্যায্যতার ভিত্তিতে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। সভায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ও অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ (এআইওবি) প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান।
নতুন টেলিকম পলিসি আইএসপি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলে দিয়েছে। এতে করে এ খাতের সম্পূর্ণ দেশীয় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। পলিসিতে মাত্র কয়েকটি সংশোধনী বা পরিবর্তন তাদের মুখে হাসি ফোটাতে পারে। বিষয়টি নিয়ে দেশীয় উদ্যোক্তারা দ্রুতই প্রধান উপদেষ্টার দারস্ত হবে।
রোববার সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, ইতোমধ্যে নীতিমালার বিষয়ে আমাদের পর্যবেক্ষণ সরকারের সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। দ্রুতই আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হবো। তারপরও দেশীয় উদ্যোক্তাদের রক্ষায় দাবিগুলো মানা না হলে তারা আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) সভাপতি আসিফ রাব্বানী বলেন, নতুন নীতিমালা গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের কোনো স্থান নেই। আগের মতো ভিওআইপি সেবার মাধ্যমে ‘গডফাদারদের’ রক্ষা করার চেষ্টা চলছে।
নীতিমালায় ছোট অপারেটরদের প্রয়োজন ও সমস্যা উপেক্ষা করা হয়েছে। আসিএক্স না থাকলে প্রতিটি এএনএসকে আলাদা রুম করতে হবে, ৯৯০টির বেশি দ্বিপক্ষীয় লিংক প্রয়োজন হবে।
আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, নতুন নীতিমালায় ন্যয্যতা ও কার্যকারিতার ধারা অস্পষ্ট। আমরা ৭টি ধারায় আমাদের সংশোধনী দিয়েছি। এরমধ্যে সিএমএসপিদের ক্যাবল ও ওয়্যাররেস উভয়ই ব্যবহারের সুযোগ দিয়ে এফপিএসপিদের বিনিয়োগ সুরক্ষা না দিয়ে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা হয়েছে।
জেলা পর্যায়ে ইন্টারনেট সেবাদাতাদের মাধ্যমে ডিজিটাল সেবা না দেওয়ার বিধান থাকায় তা স্পষ্ট গ্রাহক বৈষম্য গড়ে তোলা হয়েছে তা বাতিল করতে হবে। এনআইসিএসপিকে কেবলমাত্র ব্লাকহোলে ক্যাবল স্থাপন করতে পারবে এমন বাধ্যবাধকতা রাখতে হবে। তা না হলে যে গ্রুপটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে তাদের অনুকূলেই থেকে যাবে। ন্যায্যতার ভিত্তিতে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। সভায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ও অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ (এআইওবি) প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান।
দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।
১৪ মিনিট আগেসরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
৩৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগে